নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শীতের বুলবুলি

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯


তোমারে কত্ত ভালোবাসি জান,
কেমনে আর কমু?
তুমি চাইলে প্রকাশ্যে
দিতে পারি চুমু।

আইসো জানু,
বইসো পাশেএকটু করি আলাপ!
হাতে কইরা আনছি দেহো,
কাটা যুক্ত গোলাপ!

রাগ কইরো না, রাগ কইরো না,
আমারে ঠাইস্যা ধরো
তোমার মতন বড্ড শীত লাগছে আমারো।

শীত কুয়াশায় তোমার লগে একটা সেলফি তুলি,
তুমি আমার শীত মাখানো মিষ্টি বুলবুলি।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ইসিয়াক বলেছেন: বন্ধু শীতে অস্থির অবস্থা ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই কবিতা ফেসবুকাররা চুরি করবে। অনেকে নিজের লেখা বলে চালিয়ে দেবে, অনেকে শেয়ার করবে।
এই কবিতা চুরি হবে।


২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো্ ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রূপম রিজওয়ান বলেছেন: আপনি যশোরে থাকেন না,ভাইয়া???
ওখানে তো মারাত্মক শীত!! একটু আগেই খবরে রিপোর্ট দেখছিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০

ইসিয়াক বলেছেন: ছোট ভাইয়া ,
হ্যাঁ আমি যশোরে থাকি ।এখানে অনেক শীত।
কবিতা কেমন লাগলো তাতো বললেন না। যা হোক মন্তব্যে কৃতজ্ঞতা ।
শুভকামনা রইলো।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা নিরন্তর।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

রূপম রিজওয়ান বলেছেন: কবিতার সাথে প্রাসঙ্গিক কোন মন্তব্য মাথায় আসছিল না দেখে(আমি বাচ্চা মানুষ কি না) ;)
কবি ভাইয়ার কবিতা সবসময় ফাটাফাটিই হয়!
আর উপরে ঠাকুরমাহমুদ সাহেবের আশঙ্কার সাথেও একমত পোষণ করছি! B-)

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

ইসিয়াক বলেছেন: কোন ব্যপার না ভাইয়া।যাহোক ...আমি মনে করি কোন লেখা চুরি করে কেউ কবি বা লেখক হতে পারে না । সেটা সাময়িক ।
এই কবিতা টা আমি পাঁচ মিনিটে একটানে টাইপ করেছি।বেশি একটা ভাবিনি সেই কারনে ফেসবুকে আগে পোষ্ট করি।দ্রুত লাইক পড়াতে ব্লগে দেই। আসলে ব্লগে দেবার ইচ্ছা ছিলো না্।মন্তব্যে অনেক ভালো লাগা।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,





ঈশশশশশশশ.... খাজুইর‍্যা রসের মতো মিষ্টি ছড়া। জম্পেস...................

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আপনার মন্তব্য পেয়ে আমি দারুণ অনুপ্রাণিত।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন। সুস্থ থাকুন সব সময়।
শুভরাত্রি ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বেশ রোম্যান্টিক তো! ;)

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

ইসিয়াক বলেছেন: ভাইয়া মন্তব্য পেয়ে ভালো লাগলো্ ।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো্

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

জগতারন বলেছেন:
শিতের সকালে সাগর কলা দিয়া মুড়ি খাইতেছিলাম আর এই কবিতা পড়িলাম।
খুউব উপভোগ করিলাম।
ভালো থাকিবেন কবি কামনা করি।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২

ইসিয়াক বলেছেন: শীঘ্রই আপনাকে মেইল করিব প্রিয় ভাই,
লাইক কমেন্টে মন ভরিয়া গেল।
ভালো থাকুন সব সময়।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! বেশ তো !হাহা হা....
নিরন্তর শীতলিক শুভেচ্ছা আপনাকে। যত রাত জেগে কাটাবেন ততই শুভেচ্ছা উপভোগ্য হবে হাহাহা

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

ইসিয়াক বলেছেন: সকালের ঠান্ডায় বসে প্রিয় দাদা আপনার নিরন্তর শীতলিক শুভেচ্ছা নিলাম।
শীতে তো মারা যাবার উপক্রম দাদা ।
এবার একটু উষ্ণতা চাই । চারদিন সূর্যদেবের দেখা নাই ।
শুভকামনা রইলো।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বন্ধু শীতে অস্থির অবস্থা ।

শীত টাকে এনজয় করুন।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: আপনি তো কম্বলের মধ্যে ,আর আমি তো রাস্তায় রাস্তায়......।বোঝেন অবস্থা।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: তোমর লগে জায়গায় তোমার লগে হবে নাকি ওটাই ঠিক আছে ?

শীতের বুলবুলি
চল আগুন জ্বলিয়ে গল্প করি।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

ইসিয়াক বলেছেন: অসাধারণ দৃষ্টি আপনার মাইদুল ভাই,
ঠিক করে দিয়েছি।
মন্তব্যে ভালো লাগা্ ।
অনেক শুভকামনা।
৥আগুন জ্বালালে আবার সমস্যা আছে হু =p~ আপাতত সব ঠান্ডা থাকুক।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না না আগুন জ্বলালে শীতে ওম পাওয়া যাবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯

ইসিয়াক বলেছেন:
মজা করলাম....কথার মারপ্যাঁচের সুযোগ নিলাম আর কি! =p~ অনেক অনেক শুভকামনা রইলো।
হা হা হা .....রোদের দেখা মিলেছে ভাইয়া।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন:

মজা পেলাম-
শুভেচ্ছা কবি!!

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: জেনে ভালো লাগলো প্রিয় কবি।
শুভকামনা রইলো্ ।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

শিখা রহমান বলেছেন: ইসিয়াক এই কবিতাটা আপনার অন্যান্য কবিতা থেকে আলাদা, একটু আপন, একটু মাটির গন্ধমাখা।

কেন যেন কবিতাটা পড়ে কবি ওমর আলীর কবিতা মনে পড়ে গেলো।

কবিতায় লাইক। খুব ভালো লাগলো।
শুভকামনা প্রিয় কবি।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি মন্তব্যে ভালো লাগা জানবেন ।
আপনার মন্তব্য সব সময় আমার কাছে বিশেষ বৈশিষ্ট্য বহন করে ।
আমার কবিতা পড়ে কবি ওমর আলীর কথা মনে পড়েছে জেনে ভালো লাগলো।
আমি অবশ্যই ওনার কবিতা পড়িনি । এখন পড়বো। শুভকামনা প্রিয় কবি।
==================================
এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি
এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি
আইভি লতার মতো সে নাকি সরল, হাসি মাখা;
সে নাকি স্নানের পরে ভিজে চুল শুকায় রোদ্দুরে,
রুপ তার এদেশের মাটি দিয়ে যেন পটে আঁকা ।

সে শুধু অবাক হয়ে চেয়ে থাকে হরিণীর মতো
মায়াবী উচ্ছ্বাস দুটি চোখ, তার সমস্ত শরীরে
এদেশেরই কোন এক নদীর জোয়ার বাঁধভাঙা;
হালকা লতার মতো শাড়ি তার দেহ থাকে ঘিরে ।

সে চায় ভালোবাসার উপহার সন্তানের মুখ,
এক হাতে আঁতুড়ে শিশু, অন্য হাতে রান্নার উনুন,
সে তার সংসার খুব মনে-প্রাণে পছন্দ করেছে;
ঘরের লোকের মন্দ-আশংকায় সে বড় করুণ ।

সাজানো-গোছানো আর সারল্যের ছবি রাশি রাশি
ফোটে তার যত্নে গড়া সংসারের আনাচে-কানাচে,
এদেশে শ্যামল রঙ রমণীর এ ব্যাপারে খ্যাতি;
কর্মঠ পুরুষ সেই সংসারের চতুষ্পার্শ্বে আছে ।

আমি কিন্তু যামুগা
আমি কিন্তু যামুগা। আমারে যদি বেশি ঠাট্টা করো।
হুঁ, আমারে চেতাইলে তোমার লগে আমি থাকমু না।
আমারে যতই কও তোতাপাখি, চান, মণি, সোনা।
আমারে খারাপ কথা কও ক্যান, চুল টেনে ধরো।

আমারে ভ্যাংচাও ক্যান, আমি বুঝি কথা জানিনাকো।
আমার একটি কথা নিয়ে তুমি অনেক বানাও।
তুমি বড় দুষ্টু, তুমি আমারে চেতায়ে সুখ পাও,
অভিমানে কাঁদি, তুমি তখন আনন্দে হাসতে থাকো।

শোবোনা তোমার সঙ্গে, আমি শোবো অন্যখানে যেয়ে
আর এ রাইতে তুমি শুয়ে রবে একা বিছানায়,
দেখুম ক্যামন তুমি সুখী হও আমারে না পেয়ে,
না, আমি, এখনি যাইতেছি চলে অন্য কামরায়।

এখন পালাও দেখি
এখন পালাও দেখি! বন্ধ করে দিয়েছি দরোজা!
এ রাত্রিতে, আমার দু’হাত থেকে পারো না পালাতে।
বরং সেটাই মেনে নেওয়া ভালো, যা নির্ঘাত সোজা।
আমার আলিঙ্গনে বেঁধে থাকো এ সুন্দর রাতে।

মিছেমিছি কেন তুমি রাগ করে চলে যেতে চাও!
বেশ তো, আমার সাথে আজ রাতে কথা বলবে না।
হয়েছে তোমার রাগ, আলাদা কি হবে বিছানা?
অন্যখানে শুতে যাবে, কিছুতেই হবে না, হবে না!

চামেলী, মালতী আর রজনীগন্ধার সুরভিতে
তোমার বিত্ত্বল দেহ, সে সুরভি সারা ঘরময়,
আর সে সুরভি যেন কেঁপে ওঠে তোমার নীবীতে।
রাত্রিতে তোমাকে ছেড়ে একা থাকা…বড় কষ্ট হয়!

হে অভিমানিনী, আমি অসহায়, বড়ই কাতর,
প্রেয়সী, মিষ্টি হেসে ক্ষমা করো, তুমি নও পর।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি তো কম্বলের মধ্যে ,আর আমি তো রাস্তায় রাস্তায়......।বোঝেন অবস্থা।

রাস্তায় কেন ?? আপনি থাকবেন ক্লাশ রুমে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

ইসিয়াক বলেছেন: ক্লাশ রুমে যেতে তো রাস্তা লাগে নাকি হা হা হা । এখন ক্লাশ নেই কিন্তু টিউশনি আছে। বোঝাতে পারলাম বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.