নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শ্রীরাধিকার মন

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫


শ্যামের বাঁশির দোদুল দোলা ,
শ্রীরাধিকার মনে।
প্রেম বিরহে কাটে অহর্নিশ,
দুরন্ত ভরা যৌবনে।

কৃষ্ণ অভিমুখে সদা সর্বদা
রাইকিশোরীর দুনয়ন ।
অন্তর কাঁপে অবিদ্যমানতায়,
অস্থির চঞ্চলমন।

হায় রাধিকা কি হেতু তুমি,
এতোটা অভিমানী।
কৃষ্ণ তোমার, তোমারই আছে ,
রইবে তোমার ই জানি।

অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
শত অভাব জ্বালা ।
মদিরা মাতাল তব জীবন মন,
যেন কণ্টক মালা।

সাধনার ধন শ্যাম প্রিয়জন,
হৃদয় মানিক্য তোমার।
তাহাতে বিলীন তব মনপ্রাণ
তাহাতেই একাকার।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো বন্ধু।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

শিখা রহমান বলেছেন: বাহ!! কৃষ্ণ রাধার প্রেমকথা ছন্দে গেঁথেছেন।

ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় কবি।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি মন্তব্যে ভালো লাগা আবারো।
শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো্ ।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।
শুভসন্ধ্যা ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! রাইকিশোরী চঞ্চলতায় হৃদয় যে কেঁপে উঠলো বড়ো।
পোস্টে প্রথম লাইক।
শুভেচ্ছা নিয়েন স্যার।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন: আমাকে লজ্জা দিলেন দাদা, প্লিজ স্যার বলবেন না।
আপনার মন্তব্য আমার কাছে সব সময় অন্যরকম ভালো লাগা।
অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আপনার লাইকে ও মন্তব্যে আমি সব সময় অনুপ্রাণিত হই।আপনার প্রতি চির কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা ।
ধন্যবাদ

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আপনাকে আমি স্যার ই বলবো। হাহা হা.
স্যার আপনাকে অনেক শুভেচ্ছা....

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৫

ইসিয়াক বলেছেন: যাহোক আপনার ভালোবাসা আমি মাথা পেতে নিলাম।
কৃতজ্ঞতা ও মুগ্ধতা দাদা।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাধা কৃষ্ণ
রাধা কৃষ্ণ
রাধা কৃষ্ণ

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

ইসিয়াক বলেছেন: গাহ নাম অবিরাম
===============
কাজী নজরুল ইসলাম
==============
গাহ নাম অবিরাম
কৃষ্ণনাম কৃষ্ণনাম
মহাকাল যে নামের
করেন প্রাণায়াম

যে নামের গুণে কংস
কারার খোলে দ্বার
বসুদেব যে নামে
যমুনা হল পার
যে নাম-মায়ায় হল
তীর্থ ব্রজধাম

দেবকির বুকের পাষাণ গলে
যে নাম দোলে যশোদার কোলে
যে নাম লয়ে কাঁদে রাই-রাসময়ী
কুরুক্ষেত্রে যে নামে হল পান্ডবজয়ী
গোলকের নারায়ণ ভূলোকের রাধাশ্যাম

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: কবিতাটি আসলেই আমার ভালো লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২

ইসিয়াক বলেছেন: মন্তব্যে সত্যি ই মুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম ।
আমি এই ধরনের কবিতা প্রচুর পরিমানে লিখতে চাই।
শুভকামনা রইলো বন্ধু।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাধা কৃষ্ণ সীতা রাম সবাইকে নিয়ে কবিতা লিখতে হবে। তাহলেই কবিতায় গ্রহণযোগ্রতা বাড়বে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
আমি অবশ্যই লিখবো। সেই সাথে আমি কিছু শ্যামা সংগীত ও লিখতে চাই।
সময় লাগবে অবশ্য কিন্তু আমি লিখবোই।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




অবস্যই শ্যামা সঙ্গীত লিখবেন। অবস্যই। শিরোনামে (শ্যামা সঙ্গীত) লিখতে ভুল করবেন না। ছিলাম - আছি - থাকবো। দেখি এই কবিকে ব্লগে কোথায় নিয়ে যেতে পারি। তোষামোদি মন্তব্য পাবেন না। ভুল লিখলে খবর করে দিবো। ভালো লিখলে তাও খবর করে দিবো। ইসিয়াক ভাই গুড জব।

একটি মজার তথ্য দিবো?


২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই আপনাকে আমি সবসময় পাশে চাই।
তোষামোদি মন্তব্য আমারো পছন্দ নয় । এই ধরনের মন্তব্য থেকে কিছুই লাভ হয় না বরং স্থায়ী ক্ষতি হয়ে যায় একজন লেখকের।
ভুল লিখলে অবশ্যই খবর করবেন! সেই অধিকার আপনার আছে।
শুভকামনা রইলো।

মজার তথ্যটা কি?

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৭

শের শায়রী বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম ভাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
শুভসকাল।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩

নুরহোসেন নুর বলেছেন: ভালো লাগলো, কবিতায় মুগ্ধতা...

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৫

ইসিয়াক বলেছেন: শুভকামনা ও ভালোবাসা রইলো ছোট ভাই।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

জগতারন বলেছেন:
কবিতা পড়িয়া মুগ্ধ আমি।
শুভকামনা প্রিয় কবি।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

ইসিয়াক বলেছেন: প্রিয় স্বপন ভাই আপনাকে মুগ্ধ করবো বলে আবার আমি কবিতায় ফিরেছিলাম ,আপনারই দেখানো পথ ধরে।
সেক্ষেত্রে আমি সফল । আমার ভালো লাগছে। দোয়া করবেন আপনাকে যেন আমি সারাজীবন কবিতা দিয়ে মুগ্ধ করতে পারি।
শুভকামনা ও কৃতজ্ঞতা ভাইয়া ।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: আপনার প্রতিদিন কমপক্ষে ৩ টা কবিতা লেখা উচিত।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

ইসিয়াক বলেছেন: সেটা অবশ্য পারবো কিন্তু বাকি কাজগুলো না করলে তো, না খেয়ে ই মারা যাবো হা হা হা.......

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভ্রমর কইয়ো গিয়া...........।গানটা মনে পড়ল কবিতা পড়ে।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

ইসিয়াক বলেছেন: মন্তব্যে আপ্লুত হলাম।
আপনাদের অনুপ্রেরণা আমার চলার পথের পাথেয়।
কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
চিরকৃতজ্ঞতা রইলো সেই সাথে স্যামহোয়ার ইন ব্লগ কতৃপক্ষের প্রতি।
শুভকামনা রইলো মাইদুল ভাই্ ।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

নীল আকাশ বলেছেন: যতটুকু জানি রাধা ছিলেন কৃষ্ণের মামী সর্ম্পকীয়। এই প্রেম তাহলে পরকিয়া'র সংগার মধ্যে পরে যায়।
পরকিয়ার নিয়ে কবিতা লেখার জন্য আপনাকে অভিনন্দন রইল।
ছবি সুন্দর লেগেছে
ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: রাধাই জীবাত্মা আর শ্রী কৃষ্ণ হচ্ছে পরমাত্মা,সুতরাং জীবাত্মার ব্যাকুলতা পরমাত্মার সাথে মিলনের,ভক্তের ব্যকুলতা ভগবানের সাথে মিলনের।
ধন্যবাদ ভাইয়া্ ।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

নীল আকাশ বলেছেন: সর্বনাশ আপনি তো দেহত্ব ছেড়ে অলৌকিক্ত্বের দিকে ঝুকে পরলেন?
এই জিনিস নিয়ে আমি কোন কমেন্ট করতে চাই না!

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ভাইয়া ।
ভালো থাকুন। সুস্থ থাকুন সব সময়।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০০

মনিরা সুলতানা বলেছেন: ছন্দময় লেখা :)

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেলো আপু।
শুভকামনা রইলো।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

ফয়সাল রকি বলেছেন: সুন্দর।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

'' মাথার কেশ দুই ভাগ করে রাখিতাম বান্ধিয়া রে ''
আপনার কবিতায় রাধা বিচ্ছেদের অনলে পোড়ে না। অসাধারণ লিখছেন প্রিয় কবি। । ++

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া্ ।
ব্লগ ডে তে কেমন মজা করলেন জানাবেন কিন্তু ভাই।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: এই বইমেলাতে একটা বই বের করলে পারতেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন: বই বের করার মত কি কিছু লিখতে পেরেছি ? মনে হয় না।
যদি এর মধ্যে কেউ নিজ দায়িত্বে বের করতে চায় আমার আপত্তি নেই।
আমি নিজে বই বের করলে সামনের বছর হয়তো। দেখি কি করা যায়্ ।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রূপম রিজওয়ান বলেছেন: ব্যস্ততার জন্য দেরী হলো। চমৎকার লিখেছেন ভাইয়া! মুগ্ধতা....
বিশ্বাস করবেন???আপনি ওদিন যে শীতের কবিতা লিখেছিলেন,সেদিনই ভাবছিলাম কবি ভাই অনেকদিন ধরে রাধা-কৃষ্ণের কবিতা লিখছেন না! আর আজকেই আপনি.....
ওয়াহ! টেলিপ্যাথি!
শুভকামনা ভাইয়া...

২৫ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৫

ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ছুঁয়ে গেলো ।ছোটভাইয়া পাশে থাকুন সব সময় এই কামনা রইলো।।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন: ধামালি ভাল্লাগছে!

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেলো।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.