নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ তার তথাকথিত প্রেমিক ও আমি

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪


নিত্যদিনের মতো আজো মধুরিমা এসে দাড়ালো,
ঝুল বারান্দায়।
চুল শুকানোর বাহানায় হয়তো।

সদ্য জলে ভেজা আদ্র্র মুখ,
অলৌকিক মোহময়ী চঞ্চলতা ছুঁয়ে,
তার রূপকে করেছে স্বর্গীয় আভাদীপ্ত।
কারো কারো রূপে তীব্র টগবগে প্রানবন্ত ভাব থাকে,
অহংকার থাকে
আবার
আদ্যাশক্তি ছুঁয়ে যায় অভিন্নতা।
ঠিক তেমনি বর্ণাঢ্য মধুরিমা!

আমি আড়ালে জানালার গ্রিল ঠোঁটে ধরে ,
চোখে দেখে নয়ন সার্থক করি।
এবং
তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে ই থাকি মানসী পানে।

মধুরিমার এসবে ভাবনা নেই যেন,
তার প্রেম পরিণয় সব বুঝি মনের গভীরে লুকানো।
সদা অবিনীত,গৌরবান্বিত ,অবিমিশ্র।
সে জানে শত শত অপ্রতিভ যুবক তাকে দেখে প্রতিনিয়ত,
যেমন এই দুপুরে ও তেমনি।
শীতে রোদ পোহানোর মত প্রেম পোহাচ্ছে তারা।

নিচের পৃথিবীকে সে বরাবরই অহংকারী চোখে চায়।
মাঝে মাঝে তাকিয়ে দেখে,
যুবকগুলোর দিকে হয়তো করুণা ছুঁড়ে দেয় দৃষ্টির চাহনি রেখে,
এবং তৎক্ষণাৎ আবার গ্রীবা উচু করে সে অহংকারী পাথরের মূর্তির মতো ভাবলেশহীন
আকাশের দিকে চেয়ে রয় ।

আর এদিকে পাণিপ্রার্থী যুবকেরা সিগারেটের বর্ণিল ধোয়ায় নিঃশ্বাস ছেড়ে,
নিকোটিন পুড়িয়ে,
সেই ধোয়া গোল গোল করে পাকিয়ে উড়িয়ে দেয় আকাশে,
চলে অবিরত আর অনবরত,
শুধু রাতের অপেক্ষায় প্রহর গোনে,
যখন সে স্বপ্নে ধরা দেবে অবলীলায়।
রূপকথার রাজকন্যা হয়ে!!
আর
আমি শুধু দীর্ঘশ্বাস ছাড়ি ......।

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: কখনো কখনো দীর্ঘশ্বাসটিই জীবনের সঙ্গী হয়ে যায় !

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যে জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিয় মাহমুদ ভাই।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

আকতার আর হোসাইন বলেছেন: ভালোই।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

ইসিয়াক বলেছেন: আকতার ভাই আপনি কি মধুরিমাকে নিয়ে অন্য কবিতাগুলো পড়েছেন। পড়ে দেখবেন আশা করি।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা। ভাষাও সুন্দর।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

ইসিয়াক বলেছেন: আমার এই পৃথিবীতে একটি মাত্র বন্ধু আছে ।আপনি সহ সেটা দুই সংখ্যায় দাড়ালো।
ভাবতে ভালো লাগছে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মুক্তা নীল বলেছেন:
ইসিয়াক ভাই ,

শুধু স্বপ্ন দেখলে চলবে না স্বপ্নকে বাস্তবায়ন করার
পদক্ষেপ নেন, মধুরিমা আসবে আসতেই হবে ....

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

ইসিয়াক বলেছেন: মুক্তা নীল আপু,
আন্তরিক মন্তব্যে আপ্লুত হলাম।
শুভকামনা রইলো। দেখা যাক সে আসে কিনা?
শুভসন্ধ্যা ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: সান্ধ্যকালীন আড্ডার মাঝে ব্লগিং করছি।
চমৎকার লাগলো।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

ইসিয়াক বলেছেন: দাদা,
বুঝতে পারছি খুব ব্যস্ত।খুব সুন্দর সময় কাটছে সেটিও বুঝতে পারছি।
এরকম সুন্দর থেকে সুন্দরতম মুহুর্তে ভরে উঠুক আপনার জীবন।
শুভকামনা রইলো।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


হায় দীর্ঘশ্বাস !

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: কান্ডারি অথর্ব আপনাকে আমার ব্লগে স্বাগতম ।আপনার মতো গুনী ব্লগারের মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।
আশা করি এভাবে সবসময় আমি আপনাকে পাশে পাবো ।
শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভসন্ধ্যা।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,



শেষের স্তবক ক'টি প্রথম দু'টি স্তবকের মতো তেমন কোমল হয়নি, যে কোমলতা কবিতায় থাকে।
মনে হয় আর একটু ধীরে সুস্থ্যে লিখলে আপনার কবিতা আরও খোলতাই হবে। এটা একান্ত আমারই অনুভব।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস ,
আপনার সুন্দর গঠনমুলক মন্তব্যে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমি কবিতায় আরো মনোযোগ দেবার চেষ্টা করবো্ নিশ্চয়।
এভাবেই পাশে থাকবেন আশা করি।
ভালো থাকুন। সুস্থ থাকুন ।
শুভকামনা রইলো।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০

জুন বলেছেন: এক অহংকারী প্রেমিকার প্রতিচ্ছবি কবিতায়। যার কৃপাদৃষ্টি লাভে নিকোটিনে হৃদয় পুড়িয়ে দেয়া যুবকের দল। তারপরও ভালো লাগলো ইসিয়াক। আধুনিক কবিতা কম বুঝি তাই কবিতার পাতায় পদচারণা কম।
+

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৬

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার কবিতা পাঠে ও মন্তব্যের কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন । সুস্থ থাকুন সবসময়।
এভাবেই পাশে চাই আপনাকে নিরন্তর।
শুভরাত্রি।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৬

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ কবি ভাইয়া! একেক দিন একেক স্টাইলে একেক বিষয়ে লিখছেন।
শুভকামনা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো প্রিয় ছোট ভাইয়া।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

শের শায়রী বলেছেন: আপনি দেখি মধুরিমাকে বনলতার মত সবার মাঝে গেথে দিচ্ছেন।

মধুরিমাকে নিয়ে কবিতাগুলো বেশ এনজয় করি। নামটাও গেথে গেছে মনের মাঝে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩২

ইসিয়াক বলেছেন: শের শায়রী ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।
শুভসকাল।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫০

ভ্রমরের ডানা বলেছেন: আহা! মধুরিমা!

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫

ইসিয়াক বলেছেন: ভাইয়া কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৮

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: আমি শুধু দির্ঘশ্বাস ছাড়ি.. এই লাইটি হৃদয়ে গেঁথেছে

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫১

ইসিয়াক বলেছেন: ইউসুফ হাওলাদার শাওন আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
শুভসকাল ।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ২য় জনের নাম কি?

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: ২য় জনের নাম কি?
জানি নাতো !

৥কি আশ্চর্য !! এই মাত্র আপনার কথাই ভাবছিলাম। ভাবছিলাম আপনি এতোক্ষণে বোধহয় ঘুম থেকে উঠেছেন । দেখি কার কার পোষ্টে কি কমেন্ট করলেন ।তারপর দেখি আপনি আমার ব্লগবাড়িতে। :D কফি খাবেন?এই শীতে শরীর গরম হয়ে যাবে।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কখনো কখনো প্রেমিকারা কেবল কল্পনা হয়েই থাকে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

ইসিয়াক বলেছেন: সুন্দর বলেছেন মাইদুল সরকার ভাইয়া।
হ্যাঁ , কখনো কখনো প্রেমিকারা কেবল কল্পনা হয়েই থাকে।
শুভকামনা জানবেন।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: মেয়েরা সব সময় ছেলেদের মুগ্ধ চোখের চাহনী দেখতে চায়! যত প্রেমিকের সংখ্যা বেশি, ততই এদের দাম বাড়ে!
মধুরিমাকে নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই, জাতীয় কবিও এভাবেই কান্নাকাটি করে গেছেন, দেখুন নীচে-

এ যে সেই চির-পরিচিত অবহেলা,
এ যে সেই চির-ভাবহীন মুখ!
পূর্ণা নয়, এ যে সেই প্রাণ নিয়ে ফাঁকি-
অপমানে ফেটে যায় বুক!
প্রাণ নিয়া এ কি নিদার”ণ খেলা খেলে এরা হায়!
রক্ত-ঝরা রাঙা বুক দ’লে অলক্তক পরে এরা পায়!
এর দেবী, এরা লোভী, এরা চাহে সর্বজন-প্রীতি!
ইহাদের তরে নহে প্রেমিকের পূর্ণ পূজা, পূজারীর পূর্ণ সমর্পণ,

পূজা হেরি’ ইহাদের ভীর” বুকে তাই জাগে এত সত্য-ভীতি।
নারী নাহি হ’তে চায় শুধু একা কারো,
এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা চায় তত আরো!
ইহাদের অতিলোভী মন
একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়,
যাচে বহু জন।..

যে-পূজা পূজিনি আমি স্রষ্টা ভগবানে,
যারে দিনু সেই পূজা সে-ই আজি প্রতারণা হানে।
বুঝিয়াছি, শেষবার ঘিরে আসে সাথী মোর মৃত্যু-ঘন আঁখি,
রিক্ত প্রাণ তিক্ত সুখে হুঙ্কারিয়া উঠে তাই,
কার তরে ওরে মন, আর কেন পথে পথে কাঁদি?

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ও কবিতায় ভালো লাগা জানবেন প্রিয় নীল আকাশ ,
শুভকামনা রইলো ।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

কিরমানী লিটন বলেছেন: মধ্যরাতে হঠাৎ তোমাকে দেখে আমিতো অবাক
বুঝে নেই তুমি জোছনায় ভেসে চলা মেঘেদের ঝাঁক।

তোমার দু'চোখে দেখি - ভরা মেঘ বৃষ্টি কাঁপন
এই চোখ কথা বলে- আমি শুধু তোমার আপন
ভ্রু যেনো নদী এক স্রোত জলে বিয়াড়ার বাঁক ।।

মনে পড়ে একদিন- বৃষ্টি ভেজা বাকুম বাকুম সুরে
বলেছিলে আছো তুমি - আমার এই অন্ত:পুরে...
মধুরিমা তুমি, সেই মেঘনায়- ডিমওলা ইলিশের ঝাঁক।।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

ইসিয়াক বলেছেন: সাধারণ কাব্য কথায় সত্যি আমি মুগ্ধ কিরমানী লিটন ভাইয়া।
শুভকামনা রইলো ।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার দীর্ঘশ্বাসের অবসান হোক! মধুরিমা সবাইকে কাঁচকলা দেখিয়ে আপনাকেই ধরা দিক!

কবিতা ভাল লেগেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো্ সম্রাট ইজ বেস্ট ভাইয়া ।
শুভবিকাল।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিতা ভাল লেগেছে। ++

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ভাইয়া ? ব্লগ ডেতে আপনাকে দারুণ লাগছিলো।
সত্যি বলছি । শুভকামনা জানবেন।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

নীল আকাশ বলেছেন: কিরমানী লিটন বলেছেন: মধুরিমা তুমি, সেই মেঘনায়- ডিমওলা ইলিশের ঝাঁক।।
=p~ =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

ইসিয়াক বলেছেন: কি বলবো ? =p~ =p~ =p~

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: কেমন আছেন ভাইয়া ? ব্লগ ডেতে আপনাকে দারুণ লাগছিলো।
সত্যি বলছি । শুভকামনা জানবেন।


ছবি কোথায় দেখলেন ? B:-)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

ইসিয়াক বলেছেন: আমি সবার ছবি রেখে দিয়েছি যত্ন করে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন: আপনি কি আছেন? ছবিতে? থাকলে আওয়াজ দিয়েন।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: কফি আমি খাই না।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: কফি আমি খাই না।
তো এই ঠাণ্ডায় কোক বার্গার খাবেন ?
নতুন কবিতা দিচ্ছি । একটু ভিন্ন ধরনের ,কি হবে কে জানে।পড়বেন তো?

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুম আছি দেখছি :)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

ইসিয়াক বলেছেন: আমি তাহলে মনে রেখেছি কিনা বলেন?
সবার ছবি রেখে দিয়েছি ।
শুভকামনা জানবেন।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে যেন খুব অনুভব করেছি বুঝতে পারছেন তো কবি ? :(

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: হৃদয় ছোঁয়া মন্তব্যে আমি সত্যি আপ্লুত।আমি বুঝতে পারছি।

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর :)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । শুভকামনা জানবেন।

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: কোক বার্গারও খাবো না।
কিছু খেতে ইচ্ছা করছে না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

ইসিয়াক বলেছেন: আমারো মন খারাপ। আমি ও কিছু খাবো না। কিভাবে যে এই দেশ থেকে যাবো তাই ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.