নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রণয় উষ্ণতার জন্য

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭



তোমার বিশুদ্ধ আগুনে
আমি ঝাঁপ দিতে গিয়ে দেখি,
তুমি অন্যের হাত ধরে,
তার আবেগ, স্ফীতি এবং অনুভূতির প্রতি নিজেকে রক্ষিত করে
চলে গেছো বহুদূর।

বজ্রগর্ভ–অন্তরের গভীর থেকে উঠে আসা চিৎকার,
সগৌরবে বলে ,এসো, জেগে উঠি সুপ্রাচীন কোলাহলে ।
মিনতি ,আর্তনাদ,আকুলতা।
তুমি সাড়া দাও না।
আমি কান্না লুকাই এখন অনাবৃত সরোবরে ।
দেখ দেখি দুঃখগুলো,
কষ্টের স্রোতে কীভাবে যাচ্ছে ভেসে
অকাল বন্যায়।

কতটুকু ভালোবাসা দিলে,
আমার একলা রাতের
নিঃসঙ্গতাগুলো তোমার শীতল অনুষঙ্গে উষ্ণতা ছড়াবে?
কতটুকু ভালোবাসা দিলে,
প্রেমের শান্তি মঙ্গল উঠে দাড়াবে বুকসমান উঁচু জলে।
থমকে যাবে তোমার–আমার গল্প
ইচ্ছের প্রাচীর ঘিরে।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: ভালবাসা মানে পুজার ফুল
সুগন্ধী না থাকলে ভালবাসা হয় দোসর-----

চমৎকার কবি দা

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

ইসিয়াক বলেছেন: আলমগীর সরকার লিটন ভাইয়া ,
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

নুরহোসেন নুর বলেছেন: ভালো লাগলো উস্তাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন: নুরহোসেন নুর ভাই আপনার কয়েক ফোঁটা অশ্রু! কবিতাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে । শুভকামনা রইলো।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো হয়েছে।
কিন্তু কবিতার নিচে লেখা নামটি সংশোধন করে দিন। সম্ভবত রফিকুল ইসলাম হবে।
লাইক দিলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

ইসিয়াক বলেছেন: নাম ও শিরোনাম সরিয়ে দিয়েছি ভাইয়া । পিসিতে সেভ করা অবস্থায় এভাবেই থাকে ।
কবিতা পাঠে কমেন্টে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

সুনীল সমুদ্র বলেছেন: ভালো কবিতা। ..... কবিতার শিরোণামের নীচে লেখা- "মোঃ রফিকুর ইসলাম" নামটি আসলে কার ?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: সুনীল সমুদ্র ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
মোঃ রফিকুর ইসলাম নামটি আমার ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
শুভকামনা জানবেন।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন আপু।
লাইক ও কমেন্টে অনুপ্রাণিত হলাম।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর আবেগ। সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্য ।সুন্দর মন্তব্যে আমি আবেগ আপ্লুত বন্ধু্ ।
শুভকামনা রইলো ।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো প্রেমের উপাখ্যান পেলাম।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯

ইসিয়াক বলেছেন: কোথায় ছিলেন এতক্ষণ প্রিয় দাদা ?
আমি তো এতক্ষণ আপনাকেই খুঁজছিলাম। মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেল ।
শুভকামনা রইলো।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২

রূপম রিজওয়ান বলেছেন: বাহ! নতুন করে বলার আর কি আছে? ভালোই ভেরিয়েশন বজায় রাখছেন। একেকদিন একেক থিম,একেক স্টাইল।
শুভকামনা,কবি ভাইয়া।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭

ইসিয়াক বলেছেন: প্রিয় ছোট ভাইয়া, কালকের কবিতা তৈরি । পড়ার আমন্ত্রণ রইলো ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
ধন্যবাদ ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আজ সারাদিন খুব ঘুরেছি। সন্ধ্যার অনেক পরে রিসর্টে ঢুকেছি। তারমধ্যে সময় পেলেই ব্লগে ঢু মেরেছি। ভৃগু ভায়ের ও শায়রী ভায়ের পোস্ট দুটি দেখেছি। এখনো মন্তব্য করতে পারি নি।‌
আজ সারাদিন এভাবে ঘুরতে ঘুরতে যেটা চোখে পড়লো গাড়িতে ভ্রমণরত অবস্থায় ব্লগে লগ ইন করে নেট না থাকায় আর ব্লগে ঢুকতে পারিনি‌।। কিন্তু পরে যখন অন্যত্র নেট যোগাযোগ পেলাম সেখানে আমাকে রীতিমতো লগ ইন দেখাচ্ছে। যে কারণে আমি ইন অ্যাক্টিভ থাকলেও ব্লগে আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭

ইসিয়াক বলেছেন: আবারো ফিরে আসাতে দাদাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
৥ভ্রমণে খুবই যে আনন্দ করছেন সেটা বুঝতে পারছি। আপনার ভ্রমণে চলার পথ মসৃণ হোক । অনেক ভালো ভালো ছবি পাবার আশায় রইলাম কিন্তু সেই সাথে অসাধারণ এক ভ্রমণ কাহিনী পাবো নিশ্চয়।
ভালো থাকুন। সুস্থ থাকুন সবসময় ।
শুভকামনা জানবেন।শুভসকাল।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৮

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা ভালো লাগলো কবি।
প্রেমের কবিতা এমন সতেজ এবং টানটান হলে দ্রষ্টব্য হয়।
শুভকামনা রইল-

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন প্রিয় কবি ।
আপনার প্রত্যেকটি মন্তব্য আমার জন্য এক একটি দিকনির্দেশনা । আমি সব সময় আপনার মন্তব্যের জন্য আকুল হয়ে থাকি।
এভাবে সবসময় পাশে চাই আপনাকে প্রিয় কবি।
ভুলভ্রান্তি হলে ধরিয়ে দেবার অনুরোধ রইলো ।
শুভকামনা জানবেন।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১

ডঃ এম এ আলী বলেছেন:




হায় হায় বলে কি
চলে গেছে বহুদুর
কামনা করি
থমকে যেন না যায়
ইচ্ছের গল্পগুলি ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৩

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ,
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি ভালো আছেন?
মন্তব্যে ভালোলাগা ছুঁয়ে গেল ।
ভালো থাকুন। সুস্থ থাকুন সব সময় ।এই কামনাই রইলো ।
শুভসকাল ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: আপনার স্কুলের পাশের হার কত ইত্যাদি জানাতে ভুলবেন না।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

ইসিয়াক বলেছেন: ঠিক আছে জানাবো । শুভকামনা জানবেন।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

নীল আকাশ বলেছেন: কবিতা ভালো হয়েছে তবে ছবি এবার পারফেক্ট হয় নি।
ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

ইসিয়াক বলেছেন: মন্তব্যে জন্য অনেক ধন্যবাদ ভাইয়া । ছবি বদলে দিয়েছি।
এভাবে পাশে চাই সবসময়।
শুভকামনা জানবেন।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

ফয়সাল রকি বলেছেন: ভালো হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা জানবেন।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক আছে জানাবো । শুভকামনা জানবেন।

এক কাজ করেন। একটা পোষ্ট দিয়ে দেন বিস্তারিত লিখে। দরকার আছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

ইসিয়াক বলেছেন: কেন? না না আমি পারবো না । আপনাকে জানাবো ফেবুতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.