নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ ধরেই নিলাম, এ আমারই ব্যর্থতা

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৪


মধুরিমাঃ ধরেই নিলাম, এ আমারই ব্যর্থতা
মধুরিমা,
তোমার খোলা আকাশে
আজকাল পারিজাত ফুলগুলো
বড্ড বেশি রঙীন দেখায়।

তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।

তোমার ওই নিটোল কোমর,
বাঁকা ঠোঁট,চঞ্চল পটলচেরা চোখ,
দীর্ঘ কেশ
একহারা গড়ন,চলার ভঙ্গি,
আমার হৃদয়ে কেবলি নিগম তুলে ধায়।

আচ্ছা তুমি এরকম পাকাল মাছের মতো
পিচ্ছিল কেন বলতে পারো?

তুমি কি জানো?
তোমার জন্য আমার এই পৃথিবীতে আসা।
তোমার জন্য আমার সমস্ত কবিতার পঙক্তিগুলো এলোমেলো এবং প্রথাবিমুখ ।
তোমার জন্য আমার স্বপ্নদিনের অশ্রুত হাততালি দেয়,
তোমার জন্য আমার যত নিকোটিন পোড়ানো।
জানিনা , জানো কিনা ?

একবার হলেও আহ্লাদি করে বলতে তো পারো !
হোক মিথ্যে করে!
বলতে তো পারো!
ছাড়ো তো এসব ভাবনা চিন্তা আর
বিড়ি সিগারেট , আমার হাতটা ধরো।

জানি তুমি উত্তর দেবে না ,
বলবেনা কোন কথা।
হয়তো নৈবেদ্য সমূহ সঠিকভাবে উপস্থাপিত হয়নি
তোমার মন মন্দিরে।
হয়তো ফুটিয়ে তুলতে পারিনি আমি আমার
মনের ব্যক্তিগত বার্তা সকল,
তোমার মনের মতো করে সাবলীল হরফে ।
ঠিক আছে ধরেই নিলাম, এ আমারই ব্যর্থতা ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৬

নীল আকাশ বলেছেন: বিরহ যে কোন কবির জন্য ক্যাটালিস্ট হিসেবে কাজ করে।
মেয়েদের নৈবদ্য দিয়ে খুশি করা খুব কঠিন।
ভালোবাসায় কখনও হার বলে কিছু নেই।
ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৮:১১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নীল আকাশ ভাইয়া ।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।
@ কষ্ট করে লিঙ্ক ধরে এসেছেন এজন্য বিশেষ কৃতজ্ঞতা রইলো । এখন থেকে আর আমাকে প্রথম পাতায় পাবেন না ভাইয়া। নিজেই আমি সরে এসেছি। সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

নীল আকাশ বলেছেন: ঘটনা কি? কি হয়েছে?
এখানে না বলতে পারলে আলাদা করে অন্য জায়গায় বলুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন: বলবো ভাইয়া ,
দুই একদিনের মধ্যে ইনবক্স এ নক করবো। এখন খুব মন খারাপ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

রূপম রিজওয়ান বলেছেন: সুন্দর কবিতা।
কিন্তু.....হলো টা কি আপনার?? B:-)

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৪

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা । শুভকামনা রইলো ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

অধীতি বলেছেন: শীতের তীব্রতায় কবি কি বিরহের আগুনে গরম করে নিচ্ছেন ?

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা । শুভকামনা জানবেন ভাইয়া ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৩১

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: আহ কবি এযে আমাদেরও ব্যর্থতা,
তবে কবি আল মাহমুদ এর ভাষায়
পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা
দারুণ আহত বটে আজ আত্ম শিরা উপশিরা

০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.