নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মান অভিমান
=======
কখনো কখনো তোমার প্রতি আমার নিবিড় প্রকোপ আসে,
সময়ের পরিক্রমায় প্রকোপ জমে অভিমান হয়ে যায় একদিন ।
আর আমার অভিমান যদি তুমি বুঝতে ই না পারো,
তখন কি আর আমার ভালো লাগে?
বেদনাহত মন নিয়ে আমি শুধু চেয়ে রই
আকাশ অথবা দূর দিগন্ত পানে।
কখন আবার তোমার সান্নিধ্য পাবো।
কখন তুমি আমায় একটু বুঝবে এই আকাঙ্খায় ।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু।
২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০১
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: অাহা কবি
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২২
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২
নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন আপু।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১১
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লিখনশৈলি ।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭
ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনি কি জানেন ? কেউ কেউ আপনাকে আমার মাল্টি নিক ভাবছে। হা হা হা ....ভাবতে ই আমার মজা লাগছে।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ভাইয়া। সোনেলা ছাড়া আর কোন ব্লগে কি আপনি আছেন?
৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ লিখেছেন,
আপনার সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো নুরহোসেন নুর ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: আহা আহা---