নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বদলে গেছে সব।
এই শহর রাস্তা ,পথ, ঘাট, বাড়ি!
বদলে গেছে তোমার বাড়ির রাস্তা ও ঘর।
বদলে গেছে তোমার বন্ধু ,প্রেমিক সব।
শুধু বদলাতে পারিনি আমি নিজেকে।
আমি সেই একই আছি!
তুমি আমার নাম দিয়েছিলে বিনে পয়সার কবি,
বলেছিলে আমি নাকি কথার ফুলঝুরি!
কষ্ট পেয়েছিলাম তবু তোমার প্রতি ভালোবাসা বদলায়নি।
কষ্টপেয়েছিলাম তবু নিজেকে বদলায়নি।
তবে এখনো আছে এই পৃথিবীতে একই আকাশ।
এখনো আমি কবিতা লিখি।
এখনো আমি বিনে পয়সার কবি,
এখনো নির্ঘুম কাটে আমার বিরহ রজনী।
আমি নিজেকে বদলাতে পারিনি।
বদলেছে সাইনবোর্ড ,তার পাশে থাকা গাছ।
বদলেছে নিয়নবাতি তার নিচে বসে থাকা ভিখারি।।
বদলেছে গাড়ির মডেল,
বদলেছে চা কফি,কাপ, প্লেট ।
শুধু,
বদলায়নি তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো বা ধারণা সমূহ।
তুমি আমার কাছে আছো একই রকম একটুও বদলাওনি।
তুমি ভালো থেকো।
পরবর্তী কবিতাঃ মধুরিমাঃ এলে তুমি অবেলায়।
আসছে ...সাথে থাকুন।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১১
ইসিয়াক বলেছেন: কি হবে জ্বালাময়ী কবিতা লিখে?
২| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৬
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, বাহ,কি কবিতা। প্রিয়তে নিলাম।
প্রিয়তমার কাছ থেকে বড় ধরণের আঘাত না পেলে অতো কবিতা লেখা যায় না।।।।।।।।
এমন মন্তব্যে আবার কিছু মনে করবনে না যেন
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩
ইসিয়াক বলেছেন: ভাইয়া আমার বিরুদ্ধে অনেক অভিযোগ । আমি নাকি ভীষণ আনরোমান্টিক।
মেয়েরা বলে!
আঘাত ????
শুভকামনা রইলো ।
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি হবে জ্বালাময়ী কবিতা লিখে?
প্রেম ্ভালোবাসার কবিতা লিখে কি হচ্ছে??
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: ঠিক আছে আর কবিতা লিখবো না।
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিদের কোনো দুঃখ থাকে না।
১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১
ইসিয়াক বলেছেন: শুভকামনা জানবেন ভাইয়া ।
৫| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লিখনী।
১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া।
৬| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫
আকতার আর হোসাইন বলেছেন: ভাইয়ায়া, আমাকেও কেউ রোমান্টিক কেউ ভুলেও বলে না।।।। আমি নাকি অনেক গম্ভীর। অথচ মনে মনে আমি অনেক রোমান্টিক। একটা কবিতা লিখতেছি। সবাইকে অবাক করে দিব।
১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
ইসিয়াক বলেছেন: লিখুন। লিখুন । আমি অবশ্যই পড়বো।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: জ্বালাময়ী কবিতা লিখুন।