নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ এলে তুমি অবেলায়

১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১২


অন্ধকারে হঠাৎ করে
চমকে উঠলাম
অকস্মাৎ!
একি তুমি!
চিলেকোঠার ঘরে নিকোটিনের গন্ধে
তখন সেই রকম অবস্থা।
কিছুটা চেনা গন্ধে সন্দেহ ভরা চোখ
খুঁজতে থাকে চেনা কিছু ।
এশার আযান চলছে কাছের মসজিদে তখন।

অন্ধকার, তবু বিড়ির আগুনের আবছা আলোয়,
তোমার অঙ্গভঙ্গির সঞ্চালনে , ভঙ্গিতে
স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলো মস্তিষ্ক।

তুমি!
এযে তুমি!
এতো চির নবীন কমলিনী মধুরিমা।

হঠাৎ উদাস হলো মনটা,
বুকের মধ্যে গরম হাওয়া ঘুরে গেল একরাশ।
কেঁপে উঠলো দেহ,তনু, মন।
হিম বয়ে গেল শিরঃদাড়া বেয়ে!

তারপর নিমেষেই তীব্র ক্রোধে জ্বলে উঠলো অন্তকরণ!

সেই সময় কে যেন নিষ্প্রভ কণ্ঠে বলে উঠলো ,তুমি মনে হয়?
বিড়িটা এখন কি খুব বেশি টানো?
শরীরে প্রভাব পড়বে যে!

আমার বুকে এখন ও চির বিরাজমান অতল ক্রুশবিদ্ধ কষ্ট।
মধুরিমা ,শুধু তোমার কারণ।
তুমি ছিলে আমার শিয়াল কাঁটার বনে
মধুচক্রস্থিত স্ত্র্রীমক্ষিকা একসময়।
আমি বুকের থেকে ঘামের মতো মুছে ফেলেছি তোমার নাম বর্তমানে!

কি যে হলো হঠাৎ,
আমি রুক্ষ কর্কশ স্বরে চেঁচিয়ে বললাম,
তুমি ফিরে যাও মধুরিমা।
আমি এখন আর তোমার নই।
তুমিও এখন আর আমার নও।
তোমার আমরা পথ এখন দুটি দিকে।
তুমি এখানে কি চাও?
আমি পরস্ত্রীর সাথে কথা বলিনা।

তোমার চোখে কি জল এলো?
হয়তোবা।
অনেক সময় ব্যাথার কাঁটা ফুটিয়ে দিতে হয়,
ব্যাথার স্থানে।
যন্ত্রণা সারাবার জন্য।

তুমি ফিরে গেলে।
ক্লান্ত দেহ ভঙ্গিমায়।
আমার বুকটা আবারো কেঁপে উঠলো অপরিজ্ঞাত মর্মযন্ত্রণায়।
বুক চিনচিন সাথে মনস্তাপ ,পীড়ন।
এতো ক্লেশ অতর্কিতে কোথা হতে এলো কে জানে!

অভিসন্তাপ তো দুর হলো না যে কিছুতেই!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: চায়ের কাপ হাতে নিয়ে এই কবিতা সুরভিকে শুনালাম।

১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৯

ইসিয়াক বলেছেন: এটা কি বললেন! হায় হায় কি বললো ভাবী?

২| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

৩| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: হায়রে মধুরিমা? আর কবিতা লাগবে এক ফেরাতে?

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

ইসিয়াক বলেছেন: আপাতত মধুরিমা পর্ব এখানেই শেষ।
ধন্যবাদ ভাইয়া শুভকামনা জানবেন।
শুভসন্ধ্যা

৪| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা, ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা

৫| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দারুন কবিতা; এম্নিতে প্রেমের কবিতায় আপনি সিদ্ধহস্ত-

তবে, মধুরিমা শব্দটি কি অতিব্যবহারে ন্যুজ হয়ে যায়নি!! আশা করি অযোচিত মন্তব্যের জন্য মার্জনা পাবো!

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্যটি আমার কাছে আজকের সেরা মন্তব্য বলে মনে হলো।
অনেক ধন্যবাদ প্রিয় কবি।এইভাবেই সব সময় পাশে চাই্ । আপনার সাথে একমত আমি। কবিতাটি পোষ্ট করার পর আমার ও মনে হয়েছে মধুরিমা শব্দটি কি অতিব্যবহারে হচ্ছে।
শুভকামনা জানবেন প্রিয় কবি।
আপনার কাছে আরো সুন্দর সুন্দর কবিতা চাই প্রিয় কবি , তবেই মার্জনা পাবেন। হা হা হা
ধন্যবাদ।

৬| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

শের শায়রী বলেছেন: আমিও সোনালী ডানার চিলের সাথে এক মত, মধুরিমা নামের প্রেমে (বুড়া বয়সে) পড়ছি, কিন্তু আরো গ্যাপ দিয়ে দিয়ে আনা উচিত বনলতা সেন দের।

ভালো লাগা জানবেন।।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া । এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।

৭| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৩২

আকতার আর হোসাইন বলেছেন: আহা! কত সুন্দর।।।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া । আপনার কবিতা কবে পাচ্ছি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.