নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছাবৃত্তি

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪



একটু বিত্ত বৈভব হলে বেশ হতো!
তোমার সাথে নিশি জাগতাম প্রমোদতরীতে।
তোমার প্রতিটি সঙঘৃষ্টের অমৃত সম স্বাদ,
আমি অহর্নিশ পান করতাম নিশ্চিন্তে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সঙঘৃষ্টের অর্থ বুঝতে পারিনি! ;)

১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

ইসিয়াক বলেছেন:
চুমু

চুমু
kiss, kiss
kiss
আদর দেওয়া, আদর করা, আলতোভাবে স্পর্শ করা, চুম্বন, চুমা, চুমু, চুম্বন করা, চুমা মারা, চুমা খাওয়া, আলতোভাবে সঙঘৃষ্ট হওয়া, চুমু খাওয়া, মৃদুভাবে স্পর্শ করা
kiss
চুম্বন

২| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: যেন আমি আর সুরভি।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৫

ইসিয়াক বলেছেন: সুপ্রভাত বন্ধু্।

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ওকে।
আমারও যে সাধ ছিল....

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৭

ইসিয়াক বলেছেন: কি রোমান্টিক ডায়ালগ রে বাবা ?
যা হোক সুপ্রভাত প্রিয় দাদা।

৪| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:

নিশ্চিন্তের পরেই তো তমশা
চুম্বনের স্বাদ মুছে যায় সুনিশ্চিত
ক্ষরণের পরেই তো হতাশা
যেন সঙ্ঘবদ্ধ বিষাদী সরিসৃপ!

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৭

ইসিয়াক বলেছেন: চমৎকার কাব্যে মুগ্ধ প্রিয় কবি।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৩

নার্গিস জামান বলেছেন: ভীষণ ভালো :)

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো আপু্ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.