নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পবিত্র চুম্বণ ও জলোচ্ছাস

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:০২



তব ধোপদস্ত চুম্বনে,
মদীয় অম্ভোধি পয়স্বিনীতে
জলোচ্ছাস বয়ে গেল অতর্কিতে।

মেঘহীন বর্ষণে ভিজে গেল
মাঠ প্রান্তর।
নতুন জলপ্লাবনে
অচিরেই জেগে উঠলো সেথায়
ঘাস, দূর্বা ও অন্যান্য প্রাণের অনুরণন।

এভাবে তুমি তোমার জাদুকরী
ক্ষমতা প্রয়োগ করো
অকসর প্রিয়তম ।

আমি চিরকাল তোমার প্রেমে,
নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।
অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা ভাল হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
শুভকামনা।

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো l

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: কবি ধীরে ধীরে সাহসী হয়ে যাচ্ছেন।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:০২

ইসিয়াক বলেছেন: আমাকে সাহসী মনে হচ্ছে বন্ধু্ ?

৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ২:০৪

আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো আকতার ভাই্ ।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.