নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্ততা

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৪


খোলা আকাশের নিচে,
ছেড়া চটের বিছানায়,
শুয়ে আছে একটি মানব সন্তান!
চরম নিরুপায়।
বাইরে তখন শীতের দাবানল।
একটু উষ্ণতার খোঁজে,
দুটো কুকুর শুয়ে আছে তাকে চেপে ধরে।
অসহায়ত্ব যে তাদের এক জায়গাতে সাদৃশ্য।
রাত জেগে হিমকুয়াশা ও শীত।
গভীর ফিসফিসানিতে
করে প্রেমালাপ। মাখামাখি।
উষ্ণতা যাদের একটুকুও পছন্দ নয়।
কষ্টের তীব্রতায় এপাশ ওপাশ করার শেষে,
প্রতীক্ষিত ভোর আসে।
খাদ্য হজমের জন্য কেউ কেউ
ছুটছে দিকবিদিক।
যদিও রাস্তার নিয়ন আলো তখনো জ্বলছে।
এমন সময়,
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হতে নির্গত দুজন মানব মানবী
এই দৃশ্য দেখে আঁতকে ওঠে!
ঈশ্বর তাদের অনেক সুখে
রেখেছে বলে, শুকরিয়া আদায় করে।
তারপর ব্যস্ত হয়ে পড়ে রোজকার দিনযাপনে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

দেবদাস বাবু বলেছেন: কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩১

ইসিয়াক বলেছেন: দেবদাস বাবু আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।

২| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: বন্ধু আমি আপনার ভক্ত একজন পাঠক। তা নিশ্চয়ই জানেন। বুঝেন।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

ইসিয়াক বলেছেন: এ কথা কি আর বলে দিতে হয় বন্ধু্ । আমি জানি । ভালো থা্কুন সবসময়।

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

শুভ্রনীল শুভ্রা বলেছেন: কঠিন বাস্তবতা!!

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা আপু ।
শুভকামনা রইলো ।

৪| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২১

নেওয়াজ আলি বলেছেন: যথার্থ উপস্থাপন। ভালো লাগলো l

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ভাইয়া ।

৫| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন। মানবতার জয় হোক

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৫

ইসিয়াক বলেছেন: শুভকামনা ও শুভেচ্ছা জানবেন কবি।
ভালো থাকুন সবসময় ।

৬| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৮

ইসিয়াক বলেছেন:

৭| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬

রূপম রিজওয়ান বলেছেন: সময়োপযোগী দারুণ কবিতা ছিল।
আপনি কি আজকাল অন্য ব্লগেও লিখছেন?

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন: হ্যাঁ ভাইয়া আমি তো অনেকদিন হলো শব্দনীড় এ লিখি। দুমাস হলো সোনেলায় লিখছি। বাংলার কবিতায় ও আমাকে পাবেন। ধন্যবাদ ছোট ভাইয়া । আমার লেখা আপনি কোথায় দেখলেন? জানাবেন কিন্থু।
৥আসলে আমি আমার লেখা যাচাই করছি। যদি সবার ভালো লাগে তবে বই এর ব্যপারে ভাববো।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.