|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
গভীর রাতে জলপরীরা উড়ছে
আকাশ জুড়ে।
জোছনারাশি খেলা করে,
তাদের চারিধারে।
ফুলকলিদের ফোটার সুখে,
খুকু গাইছে গান।
পাখপাখালি সেই সুরেতে,
ধরলো ঐক্যতান।
নদীর কুলে ঢেউ খেলে যায়,
কুলে ভেড়ে তরী।
রাজার কুমার বসে তাতে,
দেখতে মানায় ভারি।
কি চায় কুমার কে জানে হায়!
কিসের তরে প্রবেশ।
ছোট্ট খুকু গান থামিয়ে,
চিন্তিত হলো বেশ।
রাজকুমার বলল হেসে,
”ভয় কেন গো আর।
ছন্দ সুরে বেশতো ভালো,
লাগছিলো গান তোমার”।
খুকুমণি তাই না শুনে,
পেল ভীষণ লাজ।
ছুট লাগালো বনের পথে,
বলল,”আছে কাজ”।
এই কথাতে এলো ছুটে,
জলপরীরা সব।
”লাজ হয়েছে, লাজ হয়েছে”
জুড়লো কলরব।
 ১৪ টি
    	১৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৫
২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু । 
শুভকামনা রইলো।
২|  ২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:২৮
২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছড়া স্বরবৃত্তে লিখেন । স্বরবৃত্ত নিয়ে একটু পড়াশুনা করেন ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে ছড়া আপনার
গভীর রাতে জলপরীরা
উড়ছে আকাশ জুড়ে
রাতের গায়ে ঝিঁঝি ডাকে
ঝোপে উচ্চ সুরে।
জোছনার আলো করে খেলা
জলপরীদের পাশে
জোনাক পোকা জ্বলছে নিভছে
বসে দূর্বাঘাসে।
ফুলকলিরা ফুটেছে তাই
গান ধরেছে খুকু
পাখপাখালি ভাগ করে নেয়
সে আনন্দটুকু।
মাত্রা ঠিক রাখতে হবে ছড়ায়
প্রথম লাইন আট মাত্রা
দ্বিতীয় লাইন ছয় মাত্রা।
  ২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪২
২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪২
ইসিয়াক বলেছেন: আপনার ছড়াটি খুব সুন্দর হয়েছে আপু । 
 আন্তরিক মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা জানবেন।অবশ্যই আমি স্বরবৃত্ত নিয়ে পড়াশোনা করব। এ সম্পর্কে প্রাথমিক ধারনা অবশ্য আমার আছে। আরো ভালোভাবে আমি অনুশীলন করবো । দোয়া রাখবেন ।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন ।
ভালো থাকুন সবসময়।
আল্লাহ হাফেজ।
৩|  ২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:২৫
২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:২৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +
  ২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:৩০
২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১১:৩০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাইয়া ।
ভালো থাকুন সবসময়।
৪|  ২১ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:০৯
২১ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:০৯
ফয়সাল রকি বলেছেন: কিন্তু জলপরীরা আকাশে উড়ছে কেনো বুঝলাম না।
  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২২
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২২
ইসিয়াক বলেছেন: ফয়সাল রকি  ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 
জলপরিদের জলে আর ভালো লাগছে না হয়তো্, তাই তারা আকাশে উড়ছে। 
শুভকামনা।
৫|  ২১ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:৩৯
২১ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! লাজবতীরা লজ্জায় লাল হয়ে একেবারে কলরব মুখর হয়ে গেল দেখছি.. 
শিশুতোষ কাব্যে ভালোলাগা। 
শুভকামনা জানবেন।
  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৩
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো প্রিয় দাদা । 
শুভকামনা জানবেন।
৬|  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৩৪
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৩৪
নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকারী লিখনী । শুভেচ্ছা সতত ।
  ২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৩৮
২১ শে জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৩৮
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা সহ শুভকামনা রইলো্ ভাইয়া।
৭|  ২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:৪৫
২১ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ছন্দে ছন্দে দারুণ লিখেছেন। পড়ে বেশ ভালো লাগলো।
  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:২৯
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:২৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৭
২১ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: প্রতিদিন সকালে একটা নতুন কবিতা পাই আপনার কাছ থেকে।
ভালো লাগে।