নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
উঠানে বসে নতুন চুলায়,
মা ভাজছে খই।
খোকার বায়না সাথে চাই,
টক মিষ্টি দই ।
দই তো হলো,এবার তবে,
একটু মিষ্টি হোক।
খোকা খেয়ে ঠান্ডা হবে,
দেখাবে ভদ্রলোক।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যে ভালো লাগা ছোট ভাইয়া ।
না ভাইয়া আমার কোন বই বের হচ্ছে না ।
কিছুদিন আগে যে কোন একজন আমার পোষ্টে অনবরত অপমানজনক কমেন্ট করে বিরক্ত করছিলো, আমি বেশ ডিসটার্ব ছিলাম কয়েকদিন। ভাবছিলাম আর কবিতা লিখবো না। কিন্তু ব্লগ আমার কাছে নেশার মত হয়ে গেছে। ছেড়ে যেতে চাইলে ও ছেড়ে যেতে পারলাম না্। ভবিষ্যতে কি হবে বলতে পারবো না। তবে এখনও পর্যন্ত আছি আপনাদের সহযোগীতায় ।
শুভকামনা।
২| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৬
ব্লগ মাস্টার বলেছেন: হবে সব দু:খ বেদনা সইতে,
কথার খেলা হবে সুন্দরি ,
তোর সাথে নিশির রাইতে !
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
ভালো থাকুন সবসময়।
৩| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১১
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন ভাল লাগলো।
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৯
ইসিয়াক বলেছেন: ভাইয়া অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। নিশ্চয় ভালো আছেন?
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:২৬
আকতার আর হোসাইন বলেছেন: দারুণ
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ,শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া ।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫২
ইসিয়াক বলেছেন:
৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৫
নজসু বলেছেন:
আপনার লেখা বরাবর ভালো লাগে।
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ নজসু ভাইয়া।
আপনি আমার কবিতা প্রথম থেকেই পড়েন এবং পছন্দ করেন আমি জানি। আপনাদের ভালোবাসাতেই আমি কবিতা লেখা বাদ দিতে পারি না।বারবার অনুপ্রাণিত হই। শুভকামনা রইলো ভাই আমার।
ভালো থাকুন সবসময় ।
৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭
আসোয়াদ লোদি বলেছেন: বাংলা সাহিত্যে ছড়া সাহিত্যের চর্চা কমে যাচ্ছে। এটা উদ্বেগজনক। ছড়ার আরও বহুল চর্চা হওয়া উচিৎ বলে মনে করি। ছড়া ছোট-বড় সকলকে আনন্দ দেয়। চমৎকার একটি ছড়া উপহার দিলেন।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো ।
৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৭
করুণাধারা বলেছেন: ভদ্রলোকের ছবি দেখেই মন ভরে গেল! মনে হয় ছবি দেখেই কবিতার জন্ম!
১০| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে ছড়াটি। ছবিটিও ভদ্রলোকের সাথে মানানসই।
পোস্টে পঞ্চম লাইক।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
১১| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন:
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪
রূপম রিজওয়ান বলেছেন: কবিতা+ছবিটা=দুর্দান্ত!
আজকাল ভিন্ন ধাঁচের দারুণ দারুণ অনেক কবিতা/ছড়া লিখছেন। শিশুতোষ বেশ কয়েকটাও লিখেছেন।
ফেব্রুয়ারিতে কোন বই বেরুচ্ছে?