নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়,
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি,
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি,
বনেতে মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী,
উচিত কাজ নয়।
দীনা বলে ঠিক তবে তাই
বাঁচুক ওরা ওদের মত করে ।
মুক্ত স্বাধীন কাটাক জীবন,
এদেশ ওদেশ ঘুরে।
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪
ইসিয়াক বলেছেন: শুভকামনা নিরন্তর।
ভালো থাকুন সবসময় প্রিয় ব্লগার।
২| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৫
এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে বন্ধু।
২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু্
৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছন্দ কেটে যাচ্ছে মাঝে মাঝে
স্বরবৃত্ত ছন্দ একটু দেখুন প্লিজ
০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: ঠিক আছে আপু। চেষ্ট অব্যহত রাখবো।
শুভকামনা
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পাখিরা বেঁচে থাকুক। কলতানে মুখর হোক পৃথিবী।
কবিতায় ভালো লাগা।