নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রেমানুরাগ

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩




গোধুলীবেলার বসন্ত বাতাসে,
পিপাসিত ওষ্ঠদ্বয়।
নব প্রেমের অনুরাগে
লোভাতুর দৃষ্টি মেলে দুর্ভেদ্য।
নয়নের কাজলখানি,
তোমার রূপের কারুকাজ,
আরো সুগভীর সাজিয়ে তোলে,
ভালোবাসার শৈল্পিক ছোঁয়াতে।
উত্তপ্ত নিশ্বাসে ক্ষণেক্ষণে বুকের
ওঠাপড়া, অন্তরে বেধে যেন অসহ্য
সুখের শায়ক। তীব্র অনুরণনে।নিঃশেষে
বারেবার,শতবার।
রক্তের রিনিঝিনি,উদ্দামতা,আরেক
সপুষ্পক প্রেমরূপে ধরা দেয়।
জাগতিক সুখ সম্ভোগে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা ।

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্ ।
ভালো থাকুন সবসময় ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

নীল আকাশ বলেছেন: সুন্দর শব্দ বিন্যাস।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৬

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় নীল আকাশ ভাইয়া।
শুভকামনা।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

সোনালী ডানার চিল বলেছেন:

আপনার কবিতা পাঠ করলে প্রেম পাঠ করা হয়!
শুভকামনা রইল কবি-

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩২

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় কবি।
শুভকামনা।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুধু হৃদয়ের গহীনে নয়, কাব্যেও পেলাম অনুরাগের ছোঁয়া।
দুর্ভেদ্য হবে কিনা একবার দেখবেন।

শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।

দুর্ভেদ্যে নয় দুর্ভেদ্য হবে ঠিক করে দিয়েছি।
ধন্যবাদ।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৪

নেওয়াজ আলি বলেছেন: অনুপম উপস্থাপন

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: শুভকামনা ও শুভেচ্ছা রইলো প্রিয় ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.