নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বনে বনে দোলে ফুল গায় পাখীরা,
সখাগন ধরে হাত,নাচে সখীরা।
বসন্ত বাতাস এতো বসন্ত বাতাস,
ভালোবাসা প্রকৃতি করছে প্রকাশ।
দিকেদিকে ফোটে ফুল পলাশ শিমুল,
অলিগণ গায় গান প্রেমেতে আকুল।
প্রেমের প্রকাশ এতো প্রেমের প্রকাশ,
হেসে হেসে নেচে নেচে করছে বিকাশ।
এত সুখে কচি পাতা হেসে কথা কয়,
চির অমর হোক তবে সব পরিণয়।
ভাবনা উদাস আহা ভাবনা উদাস,
অনুরাগ প্রকৃতি যত করছে প্রকাশ।
জোছনারাশির গান, মলয় সুরকার,
বাসন্তী আবাহনে নানান সাকার।
বসন্ত বাহার এতো বসন্ত বাহার,
প্রেম পরিনয় তার চুড়ান্ত আকার।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫
ইসিয়াক বলেছেন: শুভকামনা নিরন্তর।
ভালো থাকুন। সবসময়।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭
এম ডি মুসা বলেছেন: বসন্ত এলো কবে!
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
ইসিয়াক বলেছেন: আমার মনে তো আজই বসন্ত চলে এলো ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৯
কালো যাদুকর বলেছেন: প্রেমের সাথে বসন্তে কি অদ্ভুদ যোগাযোগ।
সুন্দর কবিতা। বানান আরেকটু খেয়াল করুন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া্ । শুভকামনা রইলো ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: বন্ধু প্রতিদিন সকালে আপনার একটি কবিতা আমাকে আনন্দ দেয়।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
ইসিয়াক বলেছেন: জেনে অনেক ভালো লাগলো্ ।
নিরন্তর শুভকামনা।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
ভোর সকালে দারুন কবিতা পড়া হলো। ধন্যবাদ কবি-
তবে ছন্দের কসরতে হয়ত বক্তব্য কিছুটা ম্রিয়মান হয়েছে, বেশ পুরানো শব্দগুলো ব্যবহারে
আর একটু কৌশলী হলে আপনার কবিতা সব উতরে যাবে! দূ:খ প্রকাশ করছি মন্তব্য যদি
অযোচিত হয়, আশা করছি ক্ষমা পাবো!
শুভকামনা-
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭
ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত।
ভালো থাকুন । সুস্থ থাকুন সবসময়।
আরো কবিতা চাই প্রিয় কবি।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬
নিভৃতা বলেছেন: মনোমুগ্ধকর! অশেষ ভালো লাগাা।