নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এসে গেছে

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯


বসন্ত এসে গেছে,
বাদাড়ে ফুটেছে ফুল।
পাখীরা গাইছে গান মহা অনুরঁজনে,
তোমায় কিন্তু দারুণ দেখাচ্ছে প্রিয়া!
অঙ্গে জড়িয়েছো বাসন্তী রঙ শাড়ী।
কপালে দিয়েছো টিপ, খোঁপায় পরেছো ফুল।
আমি যদি ফুল হতাম তবে বেশ হতো।
তোমার খোঁপায়,তোমার নিঃশ্বাসের
খুব কাছাকাছি থাকতাম অহর্নিশ।
কিম্বা তোমার কন্ঠের হতাম যদি অনুবর্তিতা,
থাকতাম তোমার হৃদয়ের কাছাকাছি।
আবার তোমার কপালের টিপ হলেও বেশ হতো,
লাল টিপ আমার খুব প্রিয়,
আর নীলা নামের মেয়ে ও..।
যাক সে যাক, এখন হাতটা ধরেছো,
এতেই আমি খুশী।
আরো ধরো শক্ত করে,
সাদাকালো স্বপ্নকে এসো রঙিন করি বাসন্তী ছোঁয়াতে।
নগ্ন প্রকৃতিতে এসো নগ্ন পায়ে হেঁটে চলি
বাসন্তী আবাহনে।
নব আনন্দে ,নেচেনেচে হেসে দুলে দুলে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: বসন্তে প্রোগ্রাম কি? স্কুলে অনুষ্ঠান আছে?
গত বছর বসন্ত নিয়ে একটা কবিতা লিখেছিলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: বসন্তে প্রোগ্রাম কি? স্কুলে অনুষ্ঠান আছে?
না বসন্তে কোন অনুষ্ঠান নাই । এই তো স্বরসতী পূজা হয়ে গেল,সামনে একুশে ফেব্রুয়ারী ,মুজিব বর্ষ,স্বাধীনতা দিবস সহ প্রচুর অনুষ্ঠান আছে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: সব অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২

ইসিয়াক বলেছেন: শুভকামনা নিরন্তর।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

শের শায়রী বলেছেন: বসন্ত এসে গেছে, একদিন মধুরিমা ফিরে আসুক না, বসন্ত আসছে আর মধুরিমা আসবে না তা তো হয় না প্রিয় কবি।

পাঠে ভালো লাগা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন: আহা এই তো আমার মনের ই কথা্! =p~
মধুরিমা এসেছে ,এসেছে এবার নীলা রূপে।
মন্তব্যে ভালো লাগা ।
শুভকামনা রইলো প্রিয় ভাইয়া।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

পবন সরকার বলেছেন: ভালো লাগল

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৭

ইসিয়াক বলেছেন: পবন সরকার আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: এই কবিতাটি পড়াকালীন আপনি লগ্নজিতার ' প্রেমে পড়া বারন' গানটি শুনবেন। দেখবেন এক সমুদ্র জলও আপনার মনের দাবানল নেভাতে পারবে না। হাহাহা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০

ইসিয়াক বলেছেন:

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।

তোমায় যত গল্প বলার ছিলো,
তোমায় যত গল্প বলার ছিলো,
সব পাঁপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিলো।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারন।

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই ময় চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।

শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা...

দাবানল নেভাতে নিয়ে এলেন এক সমুদ্র জল। কিন্তু হয়ে গেল যে এক সমুদ্র ভালোবাসা.....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

ইসিয়াক বলেছেন: আর প্রেমে পড়বো না .....।এমনিতে চারপাশে বদনাম হয়ে গেছে। হা হা হা

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

নিভৃতা বলেছেন: সুন্দর বসন্ত গান। ভালো লাগলো বেশ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদও শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.