নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আকাশের লজ্জাহীন নগ্ন ক্যানভাসে,
চলে আঁকি বুকি।
প্রতি দুপুর রাত্রি ভোরে।
মেঘমালা তুলি স্পর্শে ছুঁয়ে যায়,
আর ফুটে ওঠে প্রতি মুহুর্তের নানা ব্যঞ্জণের
প্রেমের বিমূর্ত চিত্র।
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
টুপটাপ ঝরে পড়ুক
ফুলরাশি জলকণা সম…….
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী। ,
আমি চেয়ে থাকি শুধু তোমার ওই মুখপানে।
তুমি দেখো আমায় মুগ্ধ নয়নে।
অন্যকাজে মন দিয়ে কাজ নেই আর ।
শুধু তুমি আর আমি এক নিঃশ্বাস পরিমান কাছে
বসে থাকি হাতে হাত ধরে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালো লাগা রইলো।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫
নেওয়াজ আলি বলেছেন: মোহিত হলাম কাব্য চয়নে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালো লাগা রইলো।
বন্ধু আমার জন্য দোয়া করবেন। দিনকাল বেশ খারাপ যাচ্ছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ইসিয়াক বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
এস সুলতানা বলেছেন: আবেগময় লেখনী ,খুন সুন্দর প্রকাশ
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।
শুভসন্ধ্যা
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল আবেগ থেকে সহজ সরল কবিতা লিখেছেন।