নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ মহান

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫


আল্লাহ মহান অদ্বিতীয় , কোন শরীক নাই্
তারে যদি না মানো, এর বড় শিরক নাই।

রিজিকদাতা স্রষ্টা তিনি , সর্বশক্তিমান,
যা কিছু তোমার আমার, সব তারই দান।

মিছে তোমার অহংকার, মিছে তোমার দাপট
দমফুরালে সব কিছু শেষ, হইবে রে লোপাট।

আমরা সবাই বান্দা তার, তিনি মহান প্রভু,
তারে মানো, তারেই জানো ,ভুলোনা যেন কভু।

তিনি বাঁচান ,তিনিই মারেন,তিনিই পরিত্রাতা,
তিনি আমার বিচার দিনের মহান রক্ষাকর্তা ।

পুলসিরাত আর হাশর নাশর করলে তিনি দয়া।
এক পলকে তুমি পাবে বেহেশতেরি ছায়া।

আল্লাহ তুমি মাফ করো, আমার ভুল ও ত্রুটি,
মাটি থেকে জন্ম আমার জানি,একদিন হব মাটি।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৭

নেওয়াজ আলি বলেছেন: দারুণ ছন্দ বর্ণ ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৭

ইসিয়াক বলেছেন: প্রথম মন্তব্যে ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময় ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু মুখে বললে হবেনা
অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪০

ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় নূর মোহাম্মদ নূরু ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
আল্লাহ আপনার মঙ্গল করুন। দোয়া রইলো।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন করোণা ভাইরাস দুনিয়া থেকে দূর করে দেয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: মন থেকে বলছেন?

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০২

এস এ মেহেদী বলেছেন: ভালো লাগলো

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৪

ইসিয়াক বলেছেন: এস এ মেহেদী আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৪

নীল আকাশ বলেছেন: তিনি ছাড়া আমাদের অন্য কারও কাছে যাবার উপায় নেই!
চমৎকার লিখেছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া।
দোয়া রইলো ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৮

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ। আজকের সকাল শুরু করলাম আপনার কইতাখানি পড়ে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.