|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
মধুরিমা,
কেন ধরেছো হাত তুমি অচেনা যুবকের?
কেন এত ঢলাঢলি?
দেখছে সবই ওই দখিনা ধ্রুবতারা.নীল জোছনা,
স্বপ্ন ভাঙা চোখে।
কেন তুমি বুঝেও বুঝো না, কেন?
ফিরে এসো প্রিয়া,
এসে ধরো এই প্রেমিকের হাত।
ঠোঁটে রাখো ঠোঁট,
আলগোছে নিভিয়ে দাও বেহায়া যত আলো।
একান্ত আকর্ষণে।
চলে এসো মধুরিমা।
এই বসন্তে,প্রেমময় নীপবনে।
জেনে রেখো,
অনেক ব্যাথা বুকে সয়ে,হারায়নি ধৈর্য।
ফিরে এসো সুনামির ঢেউ হয়ে,
তৃষিত বুকের তপ্ত বালুচরে।
আছড়ে পড়ো উদ্দামতায়।
আমি সব চাপ সয়ে, সব ক্লেশ মেনে,
টেনে নেব তোমার নির্যাস।
এসো ধরো হাত,এসো নিবিড় সন্তোলনে।
আমি বলছি, তুমি ছাড়ো হাত ওই নিষিদ্ধ যুবকের।
ফিরে এসো প্রিয়তমা।
 ২৩ টি
    	২৩ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:০৩
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
পাঠে মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় ব্লগার।
২|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৭
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আসিতেছে  - - - - -
ঢাকা নারায়নগঞ্জ সহ সমগ্র বাংলাদেশে
ভাই ইসিয়াক, আসবে - - - - 
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:০৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:০৪
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় মাহমুদ ভাইয়া্।
শুভকামনা।
৩|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৮
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: মধুরিমা যুবকের হাত ছেড়ে দিয়ে কবির হাত ধরো।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৭
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৭
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো বন্ধু্
৪|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৩
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৩
অতি মানব বলেছেন: জোশ
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৯
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৯
ইসিয়াক বলেছেন: অতি মানব  আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। 
শুভকামনা জানবেন।
৫|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৭
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৭
নীল আকাশ বলেছেন: বর্ষার অঝোর বৃষ্টি যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, আবর্জনা ধুয়ে মুছে ফেলে আবার নতুন করে তোলে; ঠিক এভাবেই প্রতিটা মানুষই চায় কোন কিছু হঠাৎ এসে জীবনের সব দুঃখ, না পাবার হাহাকার, বেদনা আর বিষাদময় ক্লেদাক্ততা মুছে পরিষ্কার করে দিয়ে যাবে। আর এই জন্যই মনে হয় বর্ষার দিনে বৃষ্টি পড়ার ক্রমাগত রিনিঝিনি শব্দে সবার হৃদয় উদাস হয়ে যায়। সবাই অপেক্ষা করে হুট করেই যেন সব কিছু আমূল বদলে যায়। নতুন করে আবার সব কিছু শুরু করতে পারবে।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৪
ইসিয়াক বলেছেন: শুভকামনা নিরন্তর ।
ভালো থাকুন সবসময় ।
৬|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩০
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩০
এম এ হানিফ বলেছেন: হারানো প্রেম, হারানো ভালবাসা সমুদ্রের ঢেউ এর মত বারবার তীরে এসে আঁচড়ে পরে কিন্তু ধরা দেয় না বরং বাড়িয়ে দেয় হাহাকার।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৫
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৫
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্
শুভ সন্ধ্যা
৭|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৩০
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভকামনা রইলো বন্ধু্ 
ঢাকা বইমেলাতে আসবেন না??
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৭
ইসিয়াক বলেছেন: অনেক ব্যস্ততার মধ্যে নতুন উপন্যাসে হাত দিয়েছি। তাই সময় করে উঠতে পারবো না। সেই কারণে আসা হবেনা ।
বইমেলার পরে অবশ্য ঢাকায় আসবো।একজন প্রকাশক দেখা করতে বলেছেন। দেখি কি হয়।
৮|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৩৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: ভালোবাসার যে অতলান্ত ঢেউ কবি হৃদয়ে আছড়ে পড়েছে তাতে মধুরিমার ধরা দেওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। কবির বুকফাটা আর্তনাদ বিফলে যাওয়ার নয়।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
ইসিয়াক বলেছেন: এ জীবনে আর হয়তো তার দেখা পাবো না্। হা হা হা...........
শুভকামনা প্রিয় দাদা।
৯|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
নিভৃতা বলেছেন: বাহ! একালের জীবনানন্দ।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২০
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্ ।
ভালো থাকুন সবসময় ।
১০|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:২১
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
সুন্দর হয়েছে কবিতা।
"আলগোছে নিভিয়ে দাও বেহায়া যত আলো।" এই লাইনটি চমৎকার। 
তবে শেষের দিকে "সন্তোলনে" শব্দটির অর্থ ঠিক বুঝলুম না। "সন্তলন" শব্দটি আছে যার অর্থ -অল্প ভাজা বা সাঁতলানো। "সন্তোলনে" শব্দটিকে যদি "সন্তলনে" বলেও ধরে নেই তবে ঐ লাইনটির ভাবগত অর্থ কি হবে? 
১১|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:৩৩
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ৮:৩৩
নেওয়াজ আলি বলেছেন: দক্ষ হাতের কমনীয় প্রকাশ
  ০২ রা এপ্রিল, ২০২০  সকাল ১০:০৭
০২ রা এপ্রিল, ২০২০  সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১২|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:২০
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:২০
মুক্তা নীল বলেছেন: 
মধুরিমার প্রতি বহুল প্রতীক্ষিত অপেক্ষা যেনো ব্যর্থ না হয়।
দুজনের চাওয়া যদি এক ও খাঁটি  হয় সেটা আর কেউ ঠেকিয়ে রাখতে পারেনা । নিষিদ্ধ যুবকের হাত থেকে মধুরিমা 
ফিরবে, ফিরতে হবেই ...
ইসিয়াক ভাই , আপনার মধুরিমা কবিতা সিরিজ আমার খুব ভালো লাগে । অনেক ভালোলাগা ও শুভকামনা জানিয়ে 
গেলাম ।
  ০২ রা এপ্রিল, ২০২০  সকাল ১০:০৭
০২ রা এপ্রিল, ২০২০  সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা আপু। 
শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৫
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৫
শের শায়রী বলেছেন: যাক অনেক দিন পর মধুরিমাকে পেলাম। ভালোলাগা প্রিয় কবি।