নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অভিমানী

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭



তুই এমন অভিমানী কেন বলতে পারিস?
তোর সন্দেহের বাতাবরণে আমার প্রেম
বরাবরই বিভ্রান্ত হয়।
কুয়াশা ঘেরা ভোর নেমে আসে,
আমার প্রতিটি রৌদ্র আলোকিত দিনে!

তোর সযত্ন আদর সোহাগে ,কাটাবো জীবন ।
ভেবে কত রাত করেছি ভোর,
রাত্রি প্রহর জেগে জেগে একান্তে,নির্জনে।
অফেরতযোগ্য সময়, উদাসী বেলা,
শুধু নিষ্ফল বয়ে যায়...তোর দীর্ঘসূত্রিতায়।
তবু আমি রয়ে গেছি তোর অপেক্ষায় মেয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০

নিভৃতা বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
শুভকামনা ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: অভিমানী অপেক্ষার প্রহর কি কিছুতেই যাওয়ার নয় ছেলে?
বয়ে চলুক এমন অভিমান....

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা এবার গল্পে হাত দিয়েছি, অন্য একটি ব্লগে সিরিয়ালী দিচ্ছি। সামুতে সামনে দেব বলে ভাবছি।
শুভকামনা।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভকামনা রইলো ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

ইসিয়াক বলেছেন: বন্ধু আপনার গল্পের খবর কি?

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। সামু ব্লগের ক্রান্তিকালে আমিও একটু অন্য ব্লগে ও একটি আঞ্চলিক ভাষার প্রতিলিপিতে কয়েকদিনের জন্য ঢুঁ মেরেছিলাম। অনুভূতিটা আসমান জমিন ফারাক।সামু ব্লগ গ্রেট। আমি এখন অন্য কিছু ভাবতেই পারি না। ‌

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন: ঠিকই বলেছেন প্রিয় দাদা সামু ব্লগ গ্রেট ।
ফাগুনের শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.