|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
তোমায় নিজের মতো করে সাজাবো বলে,
হাজারো জ্বলন্ত জাগ্রত স্বপ্ন দেখে রেখে,
সুযোগের অপেক্ষায় ছিলাম,
বলবো ভালোবাসি।
বিনা কাজে বয়ে গেল বেলা,
নেমে এলো সন্ধ্যা।
তোমার মেঘকালো চুল বেয়ে,কখন জানি।
সেই রাত অমাবশ্যার ছিলো,
জানা ছিলোনা
একটিও আকাশ ফুল ফোটেনি কোথাও,
বিরাণ অন্ধকার।
আমি আঁধার ভেঙে শুধু তোমায় খুঁজে ফিরি।
নিস্ফল ,
সারা নিশি প্রহর।
কি নিষ্ঠুর অসংগতিতে হারিয়ে গেলে তুমি
অসীমে।
মিলিত হবার আগেই ঝরে গেল,
না ফোটা স্বপ্ন মুকুল।
চঞ্চলতায় ভরা যৌবনের গতি পথ
আটকে গেল সহসা,
অমানিশার ঘোর অন্ধকারে।
 ১৫ টি
    	১৫ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪১
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪১
ইসিয়াক বলেছেন: বন্ধু নতুন একটা উপন্যাসে হাত দিয়েছি । সোনেলা ব্লগে ধারাবাহিকভাবে দিচ্ছি । লেখা শেষ হলেই সামুতে দেব।
২|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০১
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০১
ST COVER SONG বলেছেন: amazing
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০৪
ইসিয়াক বলেছেন: Thanks for your comment .
৩|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩২
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩২
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার হয়েছে।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
  ১০ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪০
১০ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো্
৫|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:৪৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:৪৮
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি, আপনার প্রেমের কাব্যে বিরহের এই বিবর্তন নিশ্চয় আপনাকে 
পাল্টাচ্ছে। আর, বিরহপর্বের পরই আপনার কবিতায় অন্যভূবনের শব্দকল্পনা চাই!
সময় সহায় হোক-
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৫
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: এভাবেই পাশে থাকুন প্রিয় কবি।
আপনাদের ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ।
শুভকামনা।
৬|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৭
নিভৃতা  বলেছেন: একটিও আকাশফুল ফোটেনি কোথাও  
অসাধারণ!
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৬
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ  ও শুভকামনা রইলো আপু্।
দোয়া করি ভালো থাকুন সবসময়।
৭|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:২৯
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:২৯
নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৬
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: নিরন্তর শুভকামনা।
৮|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৮:০৮
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৮:০৮
ক্ষআড়আ আডআম বলেছেন: This poem is so beautiful, it could be turned into a wonderful song. https://sprunki-mod.io
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: বন্ধু আর কত প্রেম ভালোবাসা নিয়ে কবিতা???
জ্বালাময়ী কবিতা শুরু করুন এবার।