নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

জল ও জোছনা

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬


পূর্ণ চন্দ্রের মায়াবী রূপে,
অপার্থিব আলোক ছড়িয়ে দিলো জোছনা।
অসীম অনন্ত নভ জুড়ে ফুটে আছে বিহ্বল
আকাশফুল।
জোছনাবিলাসে অচেনা এক পাখী,
ডানা ঝাপটায় আয়েশী ভঙ্গীতে।
তীব্র ভালোলাগা ঝিরিঝিরি হিম ঝরা বাতাসে,
শুনশান চরাচরে শেফালি ছাড়ে নিঃশ্বাস।
গোলাপ,গন্ধরাজ ছড়ায় সুগন্ধ।
রাত বাড়ে যত হিম পড়ে তত।
তৃষিত তৃণলতায় বিন্দু বিন্দু জলীয়বাষ্প,
সাগ্রহে জলকণা রূপ নেয়।
স্নিগ্ধ প্রকৃতি সেজে ওঠে,
জল ও জোছনায় ভেজা ভেজা মোহময়ী অলঙ্করণে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০০

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর উপস্থাপন I

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভোরে শিশির খুব ভালো লাগে। তয় শীতে গায়ে কাঁটা দেয় :(

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

ইসিয়াক বলেছেন: আমার ও শীতে খুব ভয়।
মন্তব্যে ভালো লাগা্
শুভকামনা।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: বন্ধু সহজ সরল সুন্দর কবিতা হয়েছে।
অনেক আগে আমি জল ও জোছনা নামে একটা গল্প লিখেছিলাম। সামুতেই পোষ্ট করেছিলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

ইসিয়াক বলেছেন: আপনি আরো বেশি বেশি গল্প লিখুন।আপনার গল্পগুলো আমার খুব ভালো লাগে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি চমৎকার কবিতা লিখেন।
প্রায়শ পড়ি বাট মন্তব্য করা হয়না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.