নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
হিম ভেজা সব ফুল নরম গন্ধ ছড়িয়ে দেয়।
যখন মেঘেরা অভিমান করে কুয়াশার আড়ালে লুকায়,
বসন্তের প্রথম সকালে।
কিছুকাল মান,অভিমান পর্ব শেষে,
লুকোচুরি খেলার মতো
সাঁঝবাতি নিভে গেছে,
রৌদ্রালোকের ছায়ায়।
ঝরছে টুপটাপ সববয়সী আমড়া ও মেহগনী পাতারা।
বসন্তের আগমনী বার্তায় ফোটে শিমুল পলাশ।
নববাসন্তী সাজে যুবকযুবতীরা
যৌবনের আহ্বানে বাসন্তী আবরনে খোলস বদলে নেয়,
সঙ্গী খোঁজার তালে।
পাখীরা গায় গান ,সুরে সুরে দল বেঁধে।
সরব প্রকৃতি তীব্র আবেগে হঠাৎ নিশ্চল,
শ্বাস চেপে প্রতীক্ষায় রত।
কখন নতুন প্রেমিকের দল এসে ছুঁয়ে দেবে,
বসন্তকে নবীন বরণে।
ছবি কৃতজ্ঞতাঃআজাদ কাশ্মীর জামান
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
ইসিয়াক বলেছেন: দারিদ্রতা আলাদা ব্যপার ,সেসব থাকুক তোলা ভবিষ্যতের জন্য , পাওয়া না পাওয়াকে ভুলে আনন্দ উৎসবে জীবনটাকে একটু আধটু ভাসিয়ে নিতে দোষ কী ।জীবনতো একটাই কি বলেন বন্ধু্?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: বসন্ত আপনার কেমন কাটলো?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২
ইসিয়াক বলেছেন: বসন্ত মোটেও ভালো কাটেনি, বন্ধূ্ প্রচন্ড ঠান্ডাজ্বর। সাথে কাশি ও গলা ব্যথা। কাল আবার স্কুলে পিকনিক । অনেক কাজ । কিছু ভালো লাগছেনা। ভালো থাকুন।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: আসলে বসন্ত নিয়ে উচ্ছাস করার কিছু নেই। এদেশ দরিদ্র মানুষের দেশ।