নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ছলনা

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪


বুকের মাঝে সুখ অসুখে
তোমার বসবাস।
বিনা কাজে বইলো বেলা,
সাড়ে সর্বনাশ।

ঠোঁটে ঠোঁট চেপে ধরে,
কথা চলে কি?
এই যুগের প্রেম পিরীতি
পুরাটাই ফাঁকি।

এক হাত বাড়াও তুমি,
আরেকটি রাখো খুলে।
সবই আমি বুঝতে পারি,
দেখি দু’চোখ মেলে।

কত আর লুকাবে তুমি,
তোমার ছলনা।
প্রেম তো নয় ,সময় কাটানো,
বুঝিগো ললনা।

আমিও এখন সময় করে,
হাতটা ধরি ঠিকই!
অন্য হাতটা অন্য কারো পানে
ঠিকই বাড়িয়ে রাখি!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সাজ্জাদ শুভ বলেছেন: হাতটা অন্য কারো দিকে বাড়িয়ে রেখে কি লাভ!!! কষ্ট তো নিজেরই পাওয়া লাগে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৪

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৬

নেওয়াজ আলি বলেছেন: বিমোহিত হলাম কাব্য চয়নে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভকামনা রইলো নেওয়াজ আলি ভাইয়া্
শুভরাত্রি

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

ইসিয়াক বলেছেন: হা হা হা..............আমাকে বুঝি অমন মনে হলো! =p~ =p~ =p~

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮

নিভৃতা বলেছেন: আজকালকার প্রেম এমনই হয়। তবে ইসিয়াকের মত ভালো প্রেমিক প্রেমিকাও নিশ্চয়ই দুই একজন আছে। :)

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: ঠিক ঠিক ঠিক বলেছেন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.