নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পরিপূরক

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২


বিনা ফুলে হয় কি মালা?
প্রেমিক ছাড়া প্রেম।
ছবি তোলা হয় না ভালো
ঠিক না হলে ফ্রেম।

দাঁত ছাড়া যায় কি হাসা?
ফোকলা দাঁতের ফাকে?
চাঁদ ছাড়া আকাশটাতে,
অমাবস্যা থাকে।

কলি ছাড়া হয়না কোন ফুল,
ফল তো দূরের কথা।
মাথা ছাড়া কিরে হবে,
বলতো মাথা ব্যথা?

সাগর ছাড়া ওঠেনা ঢেউ
আকাশ ছাড়া চাঁদ।
প্রেম পিরীতি ছাড়া জীবন,
পুরোটাই বরবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৯

নিভৃতা বলেছেন: একালের ছন্দের যাদুকর। সত্যি দারুণ লেখো তুমি। কবিতার বই বের হয়েছে তোমার?

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা সবসময়।
৥ না আপু আমার কোন কবিতার বই বের হয়নি। তবে সামনে বই বের করবার ইচ্ছা আছে। ব্লগে খুব একটা কবিতার পাঠক নেই,তাই মাঝে মাঝে মনে হয় আর কবিতা লিখবো না । কিন্তু তবু কি করে যেন কবিতা লেখা হয়ে যায়।ব্লগে আমার তিনশত মতো কবিতা আছে এই কবিতার মধ্য থেকে বাছাই করে কবিতার বই বের করার ইচ্ছা আছে। দেখি কেউ যোগাযোগ করে কিনা।মন্তব্যে
ও লাইকে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভকামনা রইলো।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা বেশ বেশ বেশ....

শেষ লাইনটা তো মধুতে পরিপূর্ণ....

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৫

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো প্রিয় দাদা।
সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
শুভসকাল।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: প্রেম পিরিতি করলেই জীবন বরবাদ হবে। না করলে জীবন আনন্দময় হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৪

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: প্রেম পিরিতি করলেই জীবন বরবাদ হবে। না করলে জীবন আনন্দময় হবে।
ভাবীরে কইয়া দিমু।হা হা হা.....

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০০

নিভৃতা বলেছেন: অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। তোমার সব আশা পূর্ণ হোক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৫

ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ।
শুভকামনা রইলো।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

শাহিন বিন রফিক বলেছেন:


বেশ লেগেছে।

এই ছড়ায় আমার রেটিং- ৫/১০

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৭

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা ।
ভালো থাকুন সবসময়।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৯

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন!
আপনার উপন্যাস লেখা কতদুর?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৮

ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে আপনাকে পেয়ে ভালো লাগছে নুর ভাই।
৥নতুন উপন্যাসের কাজ চলছে ।
শুভকামনা।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বরবাদ থেকে সরস্বাদ
এই বুঝি হলো স্বপ্নচারণ
গলির ভিতর রাত ছাড়া চাঁদ--------

চমৎকার

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো প্রিয় লিটন ভাইয়া ।
শুভকামনা।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৯

নীল আকাশ বলেছেন: ব্লগে আমার তিনশত মতো কবিতা আছে
ওরে বাবা! কবিদের দেখলেই আমার ডর ডর লাগে। কবিতা কিভাবে লিখেন ভাই? কবিতা আমার মাথার এন্টিনার উপর দিয়ে যায়।
ছন্দের কারুকাজ ভালো লেগেছে।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২১

ফয়সাল রকি বলেছেন: সুন্দর সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.