নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পরস্ত্রী

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩


একটু নিজের মতো করে ভালোবাসবো বলে,
তোমায় ডেকেছিলাম এই বসন্তদিনে।
মধুরতম কোকিলের কুহু কুহু ডাক,
ঝরাপাতাদের গান,
রোদ বাতাসের খেলা।
এই বিমোহিত ক্ষনে,তুমি এলে।
তবে শঙ্কিত পায়ে।
কেন এত দ্বিধা?
কিসের এত ভয়?
এত স্বতঃফুর্ত তুমি
এমন কুণ্ঠিত হলে কেমনে?
তোমার মুখ আমার চোখ চাইতেই,
আমি শোকাহত হলাম এক নিমেষে!
একি!
তোমার চোখে মুখে অন্যের সোহাগের চিহ্ণ!
তুমি কবে কবে পরস্ত্রী হয়ে গেলে প্রিয়তমা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

নীল আকাশ বলেছেন: প্রিয়তমা'রা এভাবেই কাছের থেকে দূরের কেউ হয়ে যায়। মেয়ের প্রেমের বেলায় যতটা না আবেগপ্রবণ, বিয়ের বেলায় ততটাই বাস্তববাদী।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৯

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় নীল আকাশ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

অক্পটে বলেছেন: চমৎকার! শেষ দুটো লাইন, অসাধারণ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১০

ইসিয়াক বলেছেন: অক্পটে আপনাকে আমার ব্লগে স্বাগতম।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৩

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনী।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১২

ইসিয়াক বলেছেন: নেওয়াজ আলি ভাইয়া আপনার জন্য নিরন্তর শুভকামনা।
সব ব্লগে সব পোষ্টে আপনার মন্তব্য আমাকে আপ্লুত করে।
এভাবে সবখানে পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়তমা আর নিজের মধ্যে বোঝাপড়াটা কম থাকলে পরস্ত্রী হতে বাধ্য। সত্যিকারের প্রেম কখনও ব্যর্থ হয়না। ছলনা কখনো প্রেম হয়না। যাইহোক কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: আপনার জন্য ও শুভকামনা রইলো প্রিয় দাদা

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: কোনো খোঁজ খবর রাখেন না। প্রিয়তমা অন্যের স্ত্রী হয়ে যান। দুঃখজনজক।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: আরে এটা তো বানিয়ে বানিয়ে লেখা। বুঝছেন না কেন ভাইয়া।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: পরস্ত্রী - নামে শ্যামল গঙ্গোপাধ্যায় এর একটা উপন্যাস আছে। প্রাপ্ত বয়স্কদের জন্য। পড়েছেন??

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: না পড়িনি। পড়বো ভাইয়া ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

নিভৃতা বলেছেন: প্রেমিকা এখন পরস্ত্রী। যে এখন পরের ধন সে কখনোই নিজের ছিল না বলে ভেবে নিতে হয়। :)

কবিতা বরাবরের মতই দারুণ। ভালো লাগা রেখে গেলাম।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু
শুভকামনা

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: বন্ধু শুভ সকাল।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: শুভসকাল ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.