নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

চক্র

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫



গাছে গাছে ফোটে ফুল,
ফুল ছড়ায় সুবাস।
ভালো দেখায় সব ফুল,
নানা রূপের প্রকাশ।

মধু লোভী মৌমাছি,
উড়ে আসে ফুলে।
ফুল হতে ফলের,
রহস্য এর মূলে।

গায় পাখি পিউ পিউ,
খাবে পাকা ফল সে।
আহারে নেই মানা,
এবেলায় নয় আলসে।

রবি দেয় আলো বেশ,
বনে বনে লাগে দোল।
খাদ্য ও খাদকের,
রকমারি শোরগোল।

আলো চায় ঘাস লতা,
ফড়িং ঘাস লতা খায়।
সেই ফড়িং ব্যাঙের খাদ্য,
সাপের প্রিয় ব্যাঙ চায়।

সাপ ধরে খায়, ঈগল পাখি,
ঈগল শিকার করে মানুষ।
শক্তি প্রবাহের প্রক্রিয়ায়
সবাই অনিবার্য, নাই হুশ।

যদি বাঁচে প্রাণি ও গাছ,
তবে বাঁচবে প্রতিবেশ।
নইলে ক্রমে ক্রমে
ধ্বংস হবে পরিবেশ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮

আসোয়াদ লোদি বলেছেন: আমরা সবাই চক্রের মধ্যেই আছি। চমৎকার ভাবনা!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫০

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল, সুন্দর উপস্থাপন ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: শেষের চার লাইন ভালো করে লক্ষ্য করুন। দেখুন কোনো ভুল আছে কিনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

ইসিয়াক বলেছেন: আমি তো এভাবেই লিখতে চেয়েছি বন্ধু।
ভালো থাকুন সবসময়।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৩

নিভৃতা বলেছেন: দারুণ ছন্দ। মন ছুঁয়ে যায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

ইসিয়াক বলেছেন: বরাবরের মতো আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.