নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ আজ তোমার বিসর্জনের দিন

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২২


মধুরিমা,
শুধু তোমায় দেখবো বলে,
মন খারাপ। তবু,
এক আকাশ ভালোবাসা নিয়ে,
এলাম ব্যলকনিতে।
আজ যে তোমার বিসর্জনের দিন!
আজ আমার স্বপ্ন ভাঙার দিন!

এতো সেজেছো,
তবু মনের কষ্ট লুকাতে পেরেছো কি প্রিয়তমা?

কপালে পরেছো টিপ,
চোখে কাজল, ঠোঁটে মেখেছো আগুন রাঙা রঙ।
পুরো মুখ তোমার আবির রং এ রাঙা,
এত সাজ এত অলংকার…..।
অপরূপা লাগছে তোমায় বিয়ের কণের সাজে,
তবু
এত যতনেও,
তোমার কষ্টের ছাপগুলো,
একটুও লুকাতে পারোনি প্রিয়তমা।

আমার চোখ তুমি ফাঁকি দেবে?
কিভাবে?
এতটাই সহজ!

তোমার বিষন্ন আকাশ দেখে,
আমার চোখে যেন এলো বরষা।
মনের অলিন্দ বেয়ে বয়ে গেল কষ্টের নীল স্রোত!

সানাইয়ের মৃদু সুর,ভীড়, কোলাহল।
অতিথি আপ্যায়ন,

কতো আড়াল কত আবডাল!
কিন্তু এতো আড়ালের পরেও মন আড়াল হবে কি করে?
প্রিয়তমা।

তোমার চোখ যে মনের আয়না।
আমি সেই আয়নাতে দেখি,
তোমার কষ্টের উপাখ্যান।

আর তীব্র দহনে কেঁপে উঠি বারেবার।
হঠাৎ চোখে বান এলে শেষ দেখা দেখবো কি করে?
কেন এতো জল আসে চোখে?
বলো না প্রিয়তমা?
মহা যন্ত্রণা হলো দেখছি।

এখন তো আমায় ভালোবেসে চোখ মুছিয়ে দেবার মতো,
কেউ রইলোনা আর।
তবু তুমি ভালো থেকো প্রিয়তমা।
ভালো থেকো মধুরিমা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: যাতনা হৃদয়ে থাক। মধুরিমা সুখে শান্তিতে থাকুক।
কাব্যে ভালোলাগা।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৭

ইসিয়াক বলেছেন: সকাল সকাল আপনাকে পেয়ে মনটা খুশিতে ভরে গেলো প্রিয় দাদা।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: চারিপাশে মধুরিমার অভাব নেই।
এত হা -হুতাশ না করে- নতুন একটা মধুরিমা খুঁজে নিন। ব্যস হয়ে গেল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন: সব ফুলে মালা হয় না বন্ধু।
শুভকামনা।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছুঁয়া

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগা কবি ভাইয়া ।
শুভকামনা।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭

শের শায়রী বলেছেন: আমি বোধ হয় বুড়া বয়সে নামটার প্রেমে পড়ে গেলাম, তার জন্য দায়ী কবি।

লেখায় ভালো লাগা প্রিয় কবি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: শের শায়রী বলেছেন: আমি বোধ হয় বুড়া বয়সে নামটার প্রেমে পড়ে গেলাম, তার জন্য দায়ী কবি।
লেখায় ভালো লাগা প্রিয় কবি।

আসলেই প্রিয় ভাইয়া, মধুরিমা প্রেমে পড়ার মতোই মেয়ে।
শুভকামনা।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সব ফুলে মালা হয় না বন্ধু।
শুভকামনা।

মালাই লাগবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

ইসিয়াক বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.