নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

একদিন শুধিতে হবে ঋণ

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭


রক্ত দিয়ে খেলিস হোলি, খুব পেয়েছিস মজা।
যে প্রজার রক্তে খেলিস, সেই প্রজাই দেবে সাজা।
এখন তো তুই রাজামশাই, ক্ষমতার লোভে অন্ধ।
পালাবার পথ পাবি না খুঁজে, সব রাস্তা যেদিন হবে বন্ধ।

ভাব দেখাস জানিস না কিছু সব হয়েছে হাওয়ায়,
কি করে এড়াবি নিদারুণ বাস্তবতা, বিভৎসতার দায়?
হাজার হাজার মানুষ মরে, পোড়ে সাজানো সংসার।
বিচারপতি তোর বিচার হবে, জেনে রাখিস এরপর।

পাপ কখনো বাপকে ছাড়েনা জেনে রাখিস অহংকারী,
একদিন তুই লুটায়ে কাঁদবি, বলবি পায়ে পড়ি।
সেদিন তোকে লাথিয়ে বেড়াবে, ডোম মুচি মেথর ।
জনতা তোকে জ্যান্ত পোড়াবে, দেবে জীবন্ত কবর।

ন্যাকা সাজিস , বুঝিস না কিছু সব দোষ মজলুমের,
এমন জালিম ইতিহাসে ভুরিভুরি, ঢের দেখেছি ঢের।
ঘরে নেই কি তোর মা বোন ছোট্ট অবুঝ শিশু,
সব বিবেক হারিয়ে কি করে হলি রে এমন গন্ড পশু?


বুঝবি কি করে, যাতনা রে তুই ,তুই তো হাঁটকুড়ে।
অভিশাপ দিচ্ছি ধ্বংস হবি, মরবি আগুনে পুড়ে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৫

নেওয়াজ আলি বলেছেন: সুচিন্তিতভাবে মনোভাব প্রকাশ, ভালোই ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৩

একাল-সেকাল বলেছেন:
The earth dancing on the blade
জলবায়ু পরিবর্তন, ধর্মীয় বিভাজন, রোগ মহামারি, শ্রেণী বৈষম্য, অর্থনৈতিক অস্থিরতা ------

" তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায় নি" -নচিকেতা ঘোষ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩১

ইসিয়াক বলেছেন: একাল-সেকাল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: বন্ধু চমৎকার হয়েছে।
এটা পুতুপুতু টাইপ কবিতা না। প্রচন্ড তেজ আছে, ধার আছে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯

নিভৃতা বলেছেন: পাপ কখনও বাপকে ছাড়ে না। একদিন না একদিন পাপের শাস্তি পেতেই হয়।
চমৎকার লেখনি। ভালো লাগা রেখে গেলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৬

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.