নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এলোমেলো আলোতে ভাসিয়ে দিলাম প্রেম।
তুমি হাত বাড়িয়ে তুলে নিও,
আমার প্রেমের ছোঁয়াটুকু,
কোমল মমতায়।
আর স্বপ্নগুলো মিলিয়ে নিও জলের মুকুরে।
টলটলে ছায়ার মাঝে ফুটবে ঠিকই হাসি,
তোমার অপরূপ মুখখানিতে।
আমি জলের স্রোতে দেখে নেব তোমার সন্তুষ্টি।
তুমি উষ্ণ স্পর্শের সুগন্ধ মিশিয়ে দিও তাতে,
আমি মন ভরে তুলে নেব গভীর নিঃশ্বাস মেশানো
ভালোবাসার স্পর্শটুকু তোমার
বহু দূর থেকে।
০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৯
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভসন্ধ্যা্
২| ০২ রা মার্চ, ২০২০ রাত ৮:০২
নিভৃতা বলেছেন: এক রাশ ভালো লাগা ভাই। মুগ্ধ হয়ে পড়লাম। অনেকটা গানের কলির মত মনে হলো। মন ভরে গেলো।
০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৬
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত আপু।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
৩| ০২ রা মার্চ, ২০২০ রাত ৮:২৩
নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।
০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৩০
ইসিয়াক বলেছেন: সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো নেওয়াজ আলি ভাই।
আচ্ছা ভাইয়া অন্য একটি ব্লগে আপনাকে ফয়জুল মহী নামে দেখি । দু্ইজনই কি এক ব্যক্তি ? জানতে ইচ্ছে হলো।
৪| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: বন্ধু বিয়ে কবে করবেন?
আমি আসবো আপনার বিয়েতে।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৭:২৯
ইসিয়াক বলেছেন: কবি বিয়ে করলে সব প্রেমের কবিতা যে হারিয়ে যাবে..............বন্ধু। হে হে হে...।
৫| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: কবিতার সাথে ছবিটা সুন্দর বাছাই করেছেন।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৭:৩০
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত ।
শুভসকাল ।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বানান হয়তো দিয়" নিয়" হবে।
গভীর ভাব প্রকাশক।