নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অসময়ের বজ্র বৃষ্টি

০৩ রা মার্চ, ২০২০ সকাল ৭:৫৬


জল মুকুরে দেখবো তোমার মুখ ,
ঠিক করেছি যেই।
অমনি এসে বৃষ্টি, ভিজিয়ে দিলো সব,
ফোঁটা ফোঁটা ঝরণা ধারায় ।
তরঙ্গ তুলে তুলে,
সাথে এলো সঙ্গী সাথী যত।

বাতাস এসে ধাক্কা দিয়ে,
তরঙ্গায়িত করলো তোমার অবয়ব।
বজ্র এসে আবার হুমকি দেয় দেখি।
যেন বলে ,বাড়ি ফিরে যেতে!

কি জ্বালাতন হলো দেখো দেখি,
ইচ্ছে মতো দেখবো তোমার মুখ।
মন গভীরে পেতে একটু সুখ।
সেটি বুঝি সহ্য হচ্ছেনা আর।

যা বৃষ্টি যা,
যা বজ্র যা,
যা বাতাস যা, তোরা বাড়ি ফিরে যা।
বসন্তের এমন দিনে জ্বালাস না আমায়।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল ভাবনার অনন্যসাধারণ লেখা।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন: শুভসকাল ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: সকাল থেকেই বৃষ্টি!!

০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৫৬

ইসিয়াক বলেছেন: হ্যাঁ বন্ধু ফজরের নামাজের পর থেকেই ঝড় বৃষ্টি। নামাজ পড়েই কবিতাটি লিখলাম।
এখন রোদ বেরিয়ে গেছে । আকাশ মেঘ মুক্ত। চমৎকার দিন।
শুভসকাল

৩| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যা বৃষ্টি যা দূরে যা

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৯

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা আপু্।
শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কবিতা পড়ে সত্যি ই বিশ্বাস করলাম আজ বৃষ্টি হয়েছে। কি কোমল আর স্নিগ্দ্ধ ! ++

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:১৭

ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্যে পেয়ে অনেক ভালো লাগলো কবি।
লাইকে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।

৫| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:১৮

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্ ।
শুভকামনা।

৬| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১২:৪৬

নিভৃতা বলেছেন: আজ সকালে, বসন্তের ভেজা ভেজা মাতাল সমীরণ আমাকে বলে গিয়েছিল, বৃষ্টিরা আজ ইসিয়াককে বড্ড জ্বালাচ্ছে :)

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: কি যে বলেন না আপু :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.