নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তোমার চোখে জল দেখলে প্রিয়,
বুকটা আমার কেঁপে ওঠে কেমন।
নিজেকে আর রাখতে পারিনা ধরে।
বুকে মাঝে উত্তুরে হাওয়া বয়।
বসন্তদিনের মাতাল সমীরণেও
মনের মাঝে তীব্র দহন জ্বালা।
কেমন যেন সিঁদুরে মেঘ দেখি।
ঘর পুড়েছে অনেক আগইে কিনা।
কোথায় কোথায় কষ্ট তোমার মনে।
আমায় তুমি বলোনা মুখ ফুটে।
শত চুম্বনের ঊষ্ণতায় রাঙাবো,
তোমার মন বাসন্তি আবরনে।
কষ্টগুলো হয়ে যাবে স্বপ্ন মায়া মুকুর।
তুমি শুধু আমার হাতটি ধরো ।
দুঃখগুলো নেবো ভাগ করে।
আমি তোমার সঙ্গী হতে চাই।
নাইবা ছিলাম সুখের দিনের সাথী,
দুঃখ দিনের সঙ্গী হতে চাই।
হাতটা তুমি বাড়িয়ে দিলেই হলো।
০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:২১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া
শুভ সন্ধ্যা
২| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সঙ্গী হলে এমনই হওয়া চাই।
০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন: কামাল ভাই ,
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো্।
৩| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত সুন্দর।
০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৩৫
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো ।