নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কটা ভুল ছিলো [১]

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:০৪


বাসে যেতে যেতে হঠাৎ চোখে চোখ পড়ে গেলো মেয়েটির ।মনে হলো আমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।চিনি কি আমি তাকে? আমি তাকাতেই সে দৃষ্টি ঘুরিয়ে নিলো অনত্র।আপাদমস্তক ইসলামী পোষাকে ঢাকা ,শুধু চোখ দুটো দেখা যায়।এত মায়া মায়া দৃস্টি যে কি আর বলবো আমার চোখ দুটো খুব সহজেই আটকে গেলো তার দিকে।আবার ফিরে তাকাতেই আমার চোখে তার চোখাচোখি হয়ে গেল। মনে মনে ভাবলাম পরিচিত না হয়ে যায়না। কিন্তু মেয়েটি কে ?ঠিক ধরতে পারলাম না।আবারো তাকালো মেয়েটি, কয়েক সেকেন্ড মাত্র,মেয়েটি চোখ সরিয়ে নিলো। ভাবলাম ওর সাথে কথা বলতে হবে । কিন্তু বাসে প্রচন্ড ভীড়। কিছু বলার আগেই মেয়েটি হঠাৎ উধাও হয়ে গেলো্ ।মনটা সারাদির খচখচ করতে লাগলো। সত্যি কি আমি ওকে চিনি? কে মেযেটি? আমার দিকে অমন গভীর দৃষ্টিতেই বা তাকিয়ে ছিলো কেন?কিছু কি বলতে চায়?
এরপর অনেক কটা দিন পার হয়ে গেছে । প্রতিদিনের ব্যস্ততায় আমিও ব্যস্ত হয়ে পড়লাম স্বাভাবিক নিয়মে।চলতি পথে প্রতিনিয়তই তো মানুষের জীবনে কত ঘটনা ঘটে। কে আর কয়টি মনে রাখে । আমিও এই সামান্য এই সামান্য ঘটনা ভুলে গেলাম স্বাভাবিক নিয়মে।

বেশ অনেকদিন পরের কথা আমি গেছি মার্কেটে একটা চটি কিনবো বলে। বর্তমান চটি জোড়া ছিড়ে গেছে বেশ অনেকদিন হলো। কোনরকমে জোড়া তালি দিয়ে চালাচ্ছিলাম আজ আবারো ছিড়ে যাওয়াতে নতুন একজোড়া কেনার সিদ্ধান্ত নিলাম ।একটু হেঁটে লিবার্টি সু এর দোকানে ঢুকতেই দেখলাম সামনের সারিতে বসে জুতো পছন্দ করছে একটি মেয়ে। কেন জানি মেয়েটির মুভমেন্টে চোখ আটকে গেলো। আমি দাড়িয়ে পড়লাম্। সেই মেয়েটি না ?
হ্যাঁ সেই তো,বেশ কাকতালীয় ব্যপার । অপেক্ষা করলাম, মেয়েটির মুখ আজ ভালো করে দেখতে ই হবে।জানতে হবে কেন সে ওইদিন ওভাবে আমার দিকে তাকিয়ে ছিলো।
কিছু সময় যেতেই মেয়েটি তার কাজ শেষ করে মুখ তুলে চাইলো ।
আর মুখ তুলে চাইতেই একেবারে চোখাচোখি আমার সাথে।আমি ও একটু ও সময় ব্যয় না করে হড়গড়িয়ে বলে ফেললাম,
-মাফ করবেন আপনার নামটা জানতে পারি প্লিজ?

মেয়েটি কেমন যেন একটু বিচলিত হলো। স্বাভাবিক ভাবে সে বেশ ঘাবড়ে গেল মনেহয়। একটু অপ্রস্তুত হলো বই কি।অন্তত তার চেহারায় তা স্পষ্ট হয়ে উঠলো। ইতস্তত করে আনত নয়নে বলল,
– আপনি কে? আপনাকে তো আমি চিনি না। অপরিচিত কাউকে আমার নাম বলবো কেন?

-সে ঠিক আছে, তবে আমার কেন যেন আপনাকে খুব চেনা চেনা লাগছে।
মেয়েটি বেশ কেটে কেটে উত্তর দিলো,আপনাকে আমার একটুও চেনা লাগছে না। স্যরি।
আমি মরিয়া হয়ে জানতে চাইলাম,
আচ্ছা চেনা হোক বা অচেনা নামটা জানাতে দোষ কি?
-আচ্ছা নাছোড়বান্দা তো আপনি ,পথ ছাড়ুন। আমায় যেতে হবে।
আমি আহত হৃদয়ে পথ ছেড়ে দিলাম।লোকজন খেয়াল করছে।অন্যকোন রকম পরিস্থিতি হোক আমি ও তা চাই না। বিচিত্র ভাবনায় মনটা হঠাৎ বিক্ষিত হয়ে গেলো।

মেয়েটিও আর কোন কথা বলার সুযোগ না দিয়ে অকস্মাৎ জোরে ছুট লাগালো এক নিমেষে। এরকম পরিস্থিতি হতে পারে আমি কখনো কল্পনা করতে পারি নি । মেয়েটির আচরণ বড়ই অদ্ভুত।
সেলসম্যান মনে হলো আমার প্রতি চরম বিরক্ত হয়েছে ।সে বিরক্তি নিয়ে জানতে চাইলো আমার কি লাগবে।
ততক্ষণে আমার কিছু কেনাকাটা করার ইচ্ছাটাই উবে গেছে। আমি বিহ্বল হয়ে শুধু মেয়েটির পথের পানে চেয়ে রইলাম।কে মেয়েটিি ?এমন লুকোচুরি খেলছে কেন সে আমার সাথে? কি চায় সে? নাকি কিছুই চায় না। সব আমার মনের কল্পনা।
নাহ! ভুল তোআমার হবার কথা নয় । শুধু শুধু মেয়েটিকে চেনাই বা লাগবে কেন?আমার তো এমন হয় না। নিশ্চয় এ আমার ভুল নয়্।
বারবার মন বলছে আমি মেয়েটিকে চিনি, আমি অবশ্যই এই মেয়েটিকে চিনি।কিন্তু কিছুতেই এই মেয়ের সাথে স্মৃতিগুলো মনে করতে পারছিনা। কোথায় যেন দেখেছি …কোথায়?
চটি না কিনেই বাড়ি ফিরে এলাম তাড়াতাড়ি। মনটা আজ প্রচন্ড অশান্ত।বারেবার স্মৃতির ডায়েরী উল্টে পাল্টে একাকার ,কে মেয়েটি?আমি সাধারণত সিগারেট খাই না ।আজ সিগারেট ধরলোম একের পর এক। হেড অফিস বার কয়েক উকি ঝুকি মারলেও আমাকে বিরক্ত করলো না। সে সবসময় আমাকে ভালো বোঝে।অকারণ জ্বালাতন সে কখনো করে না।বারান্দায় হাটাহাটিতে রাত প্রায় শেষ হয়ে এলো।কখন জানি দুচোখ জুড়ে গভীর ঘুম চলে এলো্ নিজেই জানি না ঘুম ভাঙলো অনুপমার হাঁকডাকে।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



এটা আগামী বই মেলায়, আরো এই রকম গল্পসহ প্রকাশ করলে ভালো হবে।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আপনার প্রতি।
শুভকামনা জানবেন।

২| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১১:০৩

পদ্মপুকুর বলেছেন: সবসময় আপনার কবিতাই দেখি, গল্পটাতো বেশ গড়গড়িয়ে গেলো...

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন সবসময় ।
শুভকামনা।

৩| ০৫ ই মার্চ, ২০২০ রাত ২:৫২

ভুয়া মফিজ বলেছেন: না হয় চিনতেনই কোন একসময়ে। তাই বলে এটা নিয়ে এতো উতলা হওয়ার কিছু নাই। আপনার হেড অফিস যতোই লিবারেল হোক, আপনার মানসিক অবস্থা জানলে খবর আছে। =p~

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭

ইসিয়াক বলেছেন: হায় হায় কি একটা অবস্থা!
আমি সত্যি দুঃখিত ।
মন্তব্যে ভালো লাগা। পাশে থাকার জন্য রইলো অশেষ কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৪| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১২

একজন নিষ্ঠাবান বলেছেন: চমৎকার গল্প। +

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৮

ইসিয়াক বলেছেন: একজন নিষ্ঠাবান আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা রইলো্।

৫| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: দিন দিন আপনি অভিজ্ঞ হয়ে উঠছেন!!
ভেরি গুড।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা জানবেন।

৬| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: বন্ধু একটা অনুরোধ- লেখার সময় তাড়াহুড়া পরিহার করুন।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৯

ইসিয়াক বলেছেন: আপনার উপদেশ আমার মনে থাকবে।

৭| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০০

নীল আকাশ বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: না হয় চিনতেনই কোন একসময়ে। তাই বলে এটা নিয়ে এতো উতলা হওয়ার কিছু নাই। আপনার হেড অফিস যতোই লিবারেল হোক, আপনার মানসিক অবস্থা জানলে খবর আছে।
মফিজ ভাইয়ের সাথে আমিও সেটাই বলি। খাল কেটে কুমীর এনে কী লাভ?

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩০

ইসিয়াক বলেছেন: তাই তো ঠিকই বলেছেন প্রিয় নীল আকাশ ভাইয়া।
শুভকামনা।

৮| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৭

নিভৃতা বলেছেন: মেয়েটি কে জানতে খুব ইচ্ছে করছে। দুই তাড়াতাড়ি চাই কিন্তু। তুমি তো একটা শুরু করলে আর শেষ করো না।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩০

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু।

৯| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১

শামছুল ইসলাম বলেছেন: গল্পটা আমাকে টেনে নিয়ে গেছে শেষ পর্যন্ত । তারপরও কৌতুহলটা থেকেই গেল ।
চমৎকার গল্প ।
অপেক্ষায় রইলাম ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩২

ইসিয়াক বলেছেন: শামছুল ইসলাম আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন।

১০| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৪

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন লেখা ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্

১১| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: কারো মন্তব্যের উত্তর দেন না কেন?

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: এবারে মন্তব্যের উত্তর দিয়ে দিলাম :P

১২| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



বই হিসেবে প্রকাশ করলে, মানুষ বাদাম খেতে খেতে বাদামের ঠোংগা থেকে গল্পও পড়তে পারবেন।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: :P

১৩| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার এমন খারাপ পারফরম্যান্স কেন? পরের পোস্ট দিলেন অথচ এই পোস্টের প্রতিমন্তব্য নাই!!!
ব্যস্ততা থাকতেই পারে।তাই বলে প্রতিমন্তব্য না দিয়ে পরবর্তী পোস্ট দেওয়া কোনো অবস্থায়ই কাম্য নয়।

পোস্ট সম্পর্কে। লেখাতে গতি এসেছে। আরো লিখতে থাকুন। আগামী দিনে আমরা আরো ভালো গল্পের আশা রাখি।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ইসিয়াকভাইকে।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

ইসিয়াক বলেছেন: স্যরি প্রিয় দাদা ভুলে গেছিলাম ।
শুভকামনা।

১৪| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: বন্ধু ব্যস্ত নাকি খুব?

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: নাহ। এই তো বসে আছি।

১৫| ১৭ ই মার্চ, ২০২০ রাত ১২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি বুঝার জন্য পড়া শুরু করলাম ইসিয়াক ভাই।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯

ইসিয়াক বলেছেন: পরের পর্বে মন্তব্য আশা করছি সুজন ভাই।
শুভকামনা।

১৬| ৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন: দেরীতে মন্তব্যের উত্তর দেওয়ার জন্য দুঃখিত।
সবার জন্য রইলো শুভকামনা্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.