নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

যে যার মতো

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯


আকাশ জু‌ড়ে মেঘ ক‌রে‌ছে,
আঁধারে গে‌ছে ছে‌য়ে।
একলা একা ব‌সে আ‌ছে,
অনাথ ছোট্ট মে‌য়ে।

ছুট লাগা‌লো যত মানুষ,
যে যার বা‌ড়ির পা‌নে।
আপনজ‌নের কা‌ছে ছো‌টে,
আপন মায়ার টা‌নে।

মা বাবা নাই ছোট্ট খুকির,
নেইতো বাড়ি ঘর।
ঘরে চলো ,বিপদ এলো,
নেই কেউ বলার তার।

হঠাৎ খুকি ভয় পেলো খুব
বাতাস উঠলো জোরে।
ছুটলো বনের পশুপাখিও,
সবাই তখন ঘরে।

খুকি কাঁপে থরথরিয়ে,
ভয়ানক বাতাস বয়।
ভয়ের মাঝে ছোট্ট খুকির,
দিক হারিয়ে যায়।

হুড়মুড়িয়ে টিন যে ওড়ে,
ভাঙে গাছের ডাল।
বাতাসের ধাক্কাতে খুকি,
বড্ড নাজেহাল ।

ছোট্ট খুকি পড়ে গেলো,
ভয়ে দিলো চিৎকার।
ঝড়ের কালে যে যার মতো,
কেউ নেই দেখার তার।

অনেক কষ্টে ছোট্ট খুকি,
উঠলো আবার ঠেলে।
বুঝলো সে একলা একা,
কেউ নেবেনা কোলে।

এবার খুকি হাটলো সোজা,
কাক ভিজে বৃষ্টিতে।
আশ্রয়ের খোঁজে নিজেই নিজে,
হাঁটলো অজানার পথে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮

অচেনা আগন্তুক বলেছেন: ছড়া বড় হলেও ভাল লাগলো!

+++

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮

ইসিয়াক বলেছেন: অচেনা আগন্তুক আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

২| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা । মন ছুঁয়ে গেল ।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।

৩| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

করুণাধারা বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে... ছড়ায় চমৎকার ভাবনা। ভালো লাগলো।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৯

ইসিয়াক বলেছেন: আপু মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।

৪| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: ভীষন ভালো লাগলো।

০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু্ ।

৫| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৪

সোহানী বলেছেন: আহারে, ছোট্ট খুকি............

০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৭

ইসিয়াক বলেছেন: আপু আপনার প্রতিটি লাইকে ও মন্তব্যে আমি নতুন করে অনুপ্রাণিত হই্ ।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।

৬| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১:১৬

নিভৃতা বলেছেন: ছোট্ট খুকি পথ খুঁজে পাক।
ভয়কে জয় করে সামনে আগাক।
ছড়ায় ভালো লাগা ভাই।

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো আপু্
ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুস্থ থাকুন সবসময়।

৭| ০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মতই ভাল লেগেছে।

০৬ ই মার্চ, ২০২০ রাত ১০:১৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো লিটন ভাই।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.