নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ কিছু সুখ স্মৃতি

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫৫


শহুরে চাঁদের আলো অতটা কাব্যিক নয়।
যতটা কাব্যিক খোলা প্রান্তরের জোছনা।
কতদিন হয়ে গেলো,সনাতন জোছনা মাখা হয়নি।
তোমায় আমায় মিলে!
তাই নাগো প্রিয়তমা?

তোমার কি মনে পড়ে মধুরিমা?
তুমি আমি ঝিলের ধারে,
রাত গভীরে।
শূন্য শুনশান স্তব্দ চারপাশ।
নারকেল পাতার ফাঁকে পূর্ণ চাঁদ।
দম বন্ধকরা ভালো লাগা মুহুর্তে সে সময় যেন!
উদাসী কোন রাখাল রাত নিশিথে বাজায় বেদাগ সুর,
সেই মধুক্ষণে,
তুমি রেখেছো হাত আমার এই হাতে।
অপরিমিত ভরসায়।

রাত্রি জাগা স্খলিত নিদ্রা সঙ্গী সেই প্রহরে।
শুধু তুমি আমি ,পৃথিবীতে যেন একমাত্র মানব মানবী,
ঝিরিঝিরি দখিনা হাওয়ার আন্দোলনের মাঝে।
বাষ্পীভুত দুঃখবিলাসের মৃদু মন্দ করুণ সুর বাজছে
অমত্ত চরাচরে।
কথা চলে মুখে নয়,
হৃদয় থেকে হৃদয়ে অব্যক্ত ভাষার ইঙ্গিতে,
আর সুখের দোলায়,
আমরা চলেছি ভেসে অজানাতে।
শুধু ছায়াগুলো আছে সঙ্গী হয়ে পাশে পাশে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর বন্ধু।
ভালো থাকুন।
হাত ধুবেন।

১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু ।
অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবো। নিয়ম মতো হাত ধোব।
আপনি ও সাবধানে থাকুন। জনবহুল এলাকা পরিহার করুন।

২| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৬

মুক্তা নীল বলেছেন: সুখের স্মৃতিগুলো বরাবরই মধুময় হয়ে থাকে । মধুরিমার
স্মৃতিময় কবিতা সুন্দর হয়েছে।

১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৯

ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা রইলো আপু।
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়।

৩| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ,বেশ

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৯

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া

৪| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

ইসিয়াক বলেছেন: আমার কবিতায় আবারো ফিরে আসায়, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমার ও মধুরিমার পক্ষ থেকে।
ভালো থাকুন ও নিরাপদে থাকুন সবসময়।

৫| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মধুরিমা সিরিজের সব কবিতাই সুন্দর।

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো লিটন ভাই।
ভালো থাকুন। নিরাপদে থাকুন।

৬| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪১

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন। সাবধানে থাকুন।
শুভকামনা।

৭| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার আপনার মধুরিমা কবিতা সিরিজ।
ভালো লাগলো। চলুক ++

১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.