নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনুম‌তি প্রার্থনা ও অধরা

১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৭



অনুম‌তি প্রার্থনা
**************
প্রিয়তমা,
বড় ভালোবেসে,
তব প‌য়োধ‌রে চোখ রা‌খি‌তে দে‌খি,
ফু‌টি‌ছে সেথা স্বর্ণকমল।
হা ঈশ্বর!
সমগ্র তনুখা‌নি‌ তোমার ,
যে‌নো সবুজ অরণ‌্যানী।
যেথা শুধু পত্রপল্লব, ফুল, লতার অপূর্ব সং‌মিশ্রণে
বা‌জি‌ছে মধুরও সুরবা‌নী সুস্বরও কলতানে।
আ‌মি সেথা প্রবেশাধিকার টুকু চাই।
স্পর্শ ক‌রি‌তে পা‌রি কি তব বনবনানী?

অধরা
******
একদিন তুমি বললে,
আমায় নিয়ে একটা কবিতা লিখতে পারো?
আমি বলেছিলাম, তোমার পুরো অবয়বই তো একটা মস্ত কবিতা।
মেয়েটি হেসে বলেছিলো ,না সেটা না,
তুমি আমায় নিয়ে, আমার অনুভুতি নিয়ে,
তোমায় আমার ভালো লাগা নিয়ে একটা কবিতা লিখে দেখাও,
তবেই আমি তোমার হবো।
আমার অবয়ব তো বিধাতার লেখা কবিতা।
যা তিনি ফুটিয়ে তুলেছেন নিজের অপূর্ব সৃষ্টি কর্মে।
সেই থেকে আমি শুধু তোমায় দেখি,
আর চোখ মেলে তাকিয়ে থাকি,
কি অপরূপ তুমি!
কবিতারা আসে কিন্তু আমি ধরতে পানি না।
আর দিনশেষে,
কিছুতেই তোমাকে নিজের করে পাওয়া হয়ে ওঠে না।
তুমি বরাবরই থেকে যাও অধরা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার প্রেমবান !!

১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: হা হা হা ......শুভসকাল

২| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: দুটাই সুন্দর।

১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন: ওকে।

৩| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলিতে নন্দিত উপস্থাপন ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া্

৪| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ওকে কি? ধন্যবাদ দিতে পারেন না??

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: ইচ্ছা করে ওকে দিয়েছি :P

৫| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ওকে কি? ধন্যবাদ দিতে পারেন না??

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.