নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কটা ভুল ছিলো[৫]

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০


অন্ধকারে কিছুটা সময় চুপচাপ দাড়িয়ে ভাবছিলাম। আসলে এ আপাত জটিল পরিস্হিতিতে কি করতে হবে বা কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। অনেক আশা নিয়ে মনকে একটু থিতু করেছিলাম এই কদিনে। নতুন জীবনটা খুব গুছিয়ে শুরু করবো,ভালো পারস্পরিক বোঝাপড়া হবে দুজনের মধ্যে। কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক।কথায় আছে বিধাতার লেখন না যায় খন্ডন।
হঠাৎ করেএকটা সুন্দর জীবনের আশা স্বপ্ন কল্পনা যেন হাজার হাতুড়ীর আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেলো মুহুর্তে। আসলে আমার জীবনটাই এমন, কোন ভালো আমার সহ্য হয় না, কোন ভালো কিছু আমার সাথে থাকে না। কেন থাকেনা তা জানি না।ে
অপরপক্ষ থেকে হঠাৎ কথা ভেসে এলো,
-কি হলো? দাড়িয়ে থাকবে নাকি সারারাত?
-নাহ !তা কেন, আমি আসছি।
-আসছি মানে? দূরত্ব বজায় রাখুন জনাব শত হাত দূরে।
-মানে?
-কোথায় ঘুমাবেন ঠিক করুন।উপরে না নিচে।
-উপরে নিচে আলাদা শোবার কি হলো? স্বামী স্ত্রী তো এক সাথেই ঘুমায় এটাই নিয়ম।
-আহা খুব শখ, আমি এসব নিয়ম কানুন মানিনা আর স্বামী গিরি আমার সাথে একদম ফলাতে আসবেন না।আমি আপনাকে স্বামী বলে স্বীকার করি না। আর কি বললেন স্বামী! স্বামী মানে তো প্রভু ! আপনি আমার প্রভু ভাবতেই আমার শরীরের মধ্যে ঘিনঘিন করছে। বর্বর লোভী একটা।
-তুমি এমন করছো কেন ? এমন আচরণের কারণ কি?তোমার কি মাথা খারাপ নাকি?
-মাথা আমার ঠিক আছে জনাব।
-তবে এসব কি কথাবার্তা? কি জন্য এ বিয়ে? আমার দোষটা কি তাও তো আমি বুঝতে পারছি না্ ।
-সত্যি কি বুঝতে পারছেন না ? নাকি ভান করছেন?আপনার তো লজ্জিত হওয়া উচিত নিজের নিলজ্জ আচরণের কারণে।
-আমি মনে করি লজ্জিত হবার মতো আমি কিছু করিনি।
-ওহ গ্রেট্ আপনিতো মহান ।আপনার দয়ার জন্য তাবত মেয়েরা শুধু দয়াপ্রার্থী। মহান পুরুষ একটা আহারে।
-আপনি কি আমার সাথে শুধু ঝগড়া করবেন বলেই ঠিক করেছেন?নাকি এটা একটা ফান?
কোন দুঃখে আপনার সাথে আমি মজা করতে যাবো?
- তাহলে আমার সাথে বিয়ে সম্মত হলেন কেন?
-বিয়েতে সম্মত হলাম কেন? ভালো প্রশ্ন।কারণ আপনাকে উপযুক্ত শিক্ষা দিতে।আর আমার পরিবারকে সম্মান করি বলে।
-আচ্ছা আপনার এত অভিযোগ? আসলে আমার অপরাধ কি তাই তো বুঝলাম না।
-আপনাকে না আমার করুনা করতে ইচ্ছা করছে।
-কেন? কেন?
একটা মেয়েকে ভালোবাসলেন অথচ তাকে আপনি বুঝলেন না তার মুখের কথাই সত্য বলে মেনে নিলেন। চোখের ভাষা পড়তে পারলেন না। কেমন ভালোবেসেছিলেন বলেন তো। না‌কি সু‌লেখা গরীব ব‌লে ও‌কে নক আউট ক‌রে দি‌লেন?
-নিজেকে সামলাও সুমিতা। নতুন সম্পর্কে শুরুতে তিক্ততা সেই সম্পর্ক কখনো বেশিদুর যায়না।
--বাহ অনেক অভিজ্ঞতা দেখছি।হবেই তো্ না জানি কত সুলেখা আপনার ফাঁদে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে।
-এসব তুমি কি বলছো? সুলেখাকে তুমি কিভাবে চেনো?
-ধরা পড়ে গেছেন তো? সুলেখাকে আমি কিভাবে চিনি সেটা কি জানা খুব গুরুত্বপূর্ণ ? নিজের লোভ সুখ সাচ্ছন্দর জন্য একটা মেয়ের জীবনকে বলি দিয়ে দিলেন? একবারও ভাবলেন না সেই মেয়েটির মনের অবস্থা।
-আমি মোটেও সুলেখার সাখে ছিনিমিনি খেলিনি। সেই আমার সাথে...
-চুপ করুন। আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না। আপনি একটা লোভী মানুষ ।
-দেখ এবার কিন্তু বেশিবেশি হয়ে যাচ্ছে।
-ওহ এবার বুঝি শাসন করবেন? প্রভুত্ব ফলাবেন।
-আমি বুঝতে পারছিনা তুমি আমার সাথে এমন করছো কেন? এতই যখন সমস্যা তবে আমায় বিয়ে করলে কেন?
-বিয়ে করেছি বেশ করেছি। আপনাকে উচিত শিক্ষা দিতে এসেছি।সুলেখা যা পারেনি আমি তাই করবো।আপনার মতো মেরুদন্ডহীন লোভী কাপুরুষ বর্বরদের জন্যই তো আমাদের সমাজের এই অবস্থা।
-সব বুঝলাম। এবার তো একটু খোলসা করে বলো সুলেখাকে তুমি কি করে চেনো?
-জানাটা কি খুব গুরুত্বপূর্ণ?
-অবশ্যই গুরুত্বপূর্ণ।সেই সাথে রহস্যময় ও বটে। আমাকে জানতে হবে না তুমি সুলেখাকে চিনলে কিভাবে। সুলেখা কি তোমার পূর্ব পরিচিত কেউ?সে কি তোমাকে কিছু বলেছে?
-আপনি এতো বোকা কেন নাকি ভন্ড নাটকবাজ।
-আমার মাথা ধরে যাচ্ছে।
আপনি কি আমাদের সম্পদের লোভে আমায় বিয়ে করেন নি?
-মোটেও না?
-বুকে হাত দিয়ে বলতে পারবেন?
-হ্যাঁ শতভাগ? মুখে বললেও কথার প্রয়োগে হয়তো কিছুটা দ্বিধা ছিলো্ অভিযোগ তো কিছুটা হলেও সত্য।
-আপনি তো লেখাপড়া জানা শিক্ষিত লোক অন্যের সম্পদের লোভে,সুখ সাচ্ছন্দের লোভে, না জেনে না শুনে একটি মেয়েকে দুম করে বিয়ে করে ফেললেন?
-তোমার সমস্যা থাকলে তুমি তোমার পরিবার কে জানাতে পারতে।
-বাহ কি সুন্দর সমাধান,না জানাতে পারতাম না। আমাদের সমাজটা অতটা উন্নত নয় যে এক জন সামান্য মেয়ের চাওয়া পাওয়ার মূল্য থাকবে। তার বুকের কষ্ট, মনের ভাষা পড়ার চেষ্ট করবে।
আপনি ও তো বিয়ের আগে আমার সাথে কথা বলতে পারতেন।সেটাই উচিত ছিলো না। নাকি আমাদের সম্পদ পাওয়ার লোভ আপনার মধ্যে এত পরিমান ছিলো যে আপনি আর অন্য কিছু ভাবতে পারছিলেন না।যদি সুযোগটা হাত ছাড়া হয়ে যায়।
-সুমিতা তুমি তো আমাকে কিছুই বলতে দিচ্ছো না । আমার কথা তোমার শোনা উচিত।নয় কি?
সেই রাতে অনেক তর্কবিতর্ক হলো।অনেক...।

শেষটায় যা বুঝলাম সুলেখা বিবাহিতা নয়।তাকে এই কথাগুলো বলানো হয়েছে ।কিন্তু কে তাকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে।জান‌তেই আমার প্রচন্ড রা‌গে দু‌খে নি‌জের প্রতি এক তীব্র ঘৃণা‌বোধ তৈ‌রি হ‌লো। সু‌মিতার অ‌ভি‌যোগ গু‌লো আ‌মি মাথা পে‌তে নি‌তে বাধ‌্য হলাম।
এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোন মিল নেই

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৩

নিভৃতা বলেছেন: আয়েস করে পড়ে মন্তব্য করবো। আপাতত উপস্থিতি জানান দিয়ে গেলাম।

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০

ইসিয়াক বলেছেন: অপেক্ষায় রইলাম আপু।
শুভকামনা রইলো।

২| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩০

নৃ মাসুদ রানা বলেছেন: মেরুদণ্ড হীন....

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:২৭

ইসিয়াক বলেছেন: এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোন মিল নেই
ধন্যবাদ

৩| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প ভাবনাটা ধরতে পারলাম না। তবে ভাল লেগেছে।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০১

ইসিয়াক বলেছেন: সুজন ভাই আপনাকে অনেকদিন পরে আমার গল্পে পেয়ে ভালো লাগছে।
আগের পর্বগুলো পড়েছেন কি?
পড়লে ভাবনাটা ধরতে পারবেন।
শুভকামনা।

৪| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৬

নিভৃতা বলেছেন: মা কথাটা বলিয়েছে? সুমিতা আর সুলেখার সম্পর্ক কী? জানার অপেক্ষায় রইলাম।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: এতোক্ষণে নিশ্চয় জেনে গিয়েছেন আপু্
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো্

৫| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার এই ধারাভিকটা ভালো ছিলো। মুগ্ধ হয়ে পড়েছি।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৬| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া্

৭| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৬

প্রেক্ষা বলেছেন: সুন্দর লেখা, একটানেই পড়া শেষ হয়ে গেলো। পরের পর্ব কবে দিবেন তা জানিয়েন।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: প্রেক্ষা ,এখন নিশ্চয় পরীক্ষা নিয়ে ব্যস্ততা ।
শুভকামনা জানবেন।

৮| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: বন্ধু গল্প লেখা থামাবেন না।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন: আচ্ছা

৯| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৮

নীল আকাশ বলেছেন: ইসিয়াক ভাই,
বুঝাই যাচ্ছে, এখন ব্লগে বড়ই শান্তিতে আছেন.... ;)
১। কথোপকথনে তুমি এবং আপনি নিয়ে গিট্টূ লাগিয়ে ফেলেছেন। একবার তুমি একবার আপনি। আমি প্রিফার করবো আপনি। যেহেতু সর্ম্পক এখন এত ক্লোজ হয়নি।
২। একটানা কথোপকথন না দিয়ে মাঝখানে কিছু কিছু প্যারা করে লেখা দেবেন। এতে লেখা আরও আকর্ষনীয় হয়ে উঠে।
৩। সুমিতা এবং সুলেখা - খুব কাছাকাছি নাম হয়ে গেছে। পড়ার সময় মাঝে মাঝে অসুবিধা হয় কে কোনটা?

ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: প্রিয় নীল আকাশ ভাইয়া্
গল্পটা আবার নতুন করে লেখার ইচ্ছা আছে। আপনার মতামত আমার মনে থাকবে।
গঠনমূলক মন্তব্যে ভালো লাগা সহ কৃতজ্ঞতা।

১০| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

অদ্ভুত_আমি বলেছেন: নতুন পর্বের অপেক্ষায় ... .. .

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০১

ইসিয়াক বলেছেন: অদ্ভুত_আমি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
খুব শিঘ্রি পরবতী পর্ব দিয়ে দেবো ভাইয়া।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.