নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

খোকার ঘুম[শিশুতোষ ছড়া]

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৭:২০


রাত্রি হলো ফুল ফুটলো,
চাঁদ জাগে আকাশে।
খোকার চোখে ঘুম নেইকো.
খিলখিলিয়ে হাসে।

খোকার চোখে ঘুম এনে দে,
ওরে সোনার চাঁদ।
তোরে দেখে দেখনা ও চাঁদ,
সে করে আহ্লাদ।

জোছনারে তুই লক্ষী আমার,
রূপের সেরা রাণি।
আয়না এসে বসনা পাশে,
তোকেই আপন জানি।

নদীর পাড়ে ছায়া ফেলে,
মেঘ চলেছে ভেসে।
ওরে মেঘ তুই ও আয়,
বসনা খোকার পাশে।

বাতাস এসে অভিমানে,
গাল ফুলিয়ে কয়।
সবারে ডাকো আমায় তো নয়,
পর কি আপন হয়!

মান করোনা ও বাতাস তুমি,
মান করোনা আর।
আমরা সবাই খোকা বাবুর,
একান্ত আপনার।

এই কথাতে ফুল পাখি সব,
মিষ্টি হেসে হেসে।
নানান সুরে নানান তালে,
গান শুনাতে আসে।

গান শুনে আর জোছনা মেখে,
খোকার চোখে নামে ঘুম।
রাত বাড়লে সব শুনশান,
এলাকা নিঝঝুম্।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৯

ইসিয়াক বলেছেন: ওকে

৩| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা

১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো লিটন ভাই।

৪| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৮

করুণাধারা বলেছেন: আপনার শিশুতোষ ছড়ার ভক্ত আমি। ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন: আমার এইসব হাবিজাবি লেখা আপনার ভালো লাগে জেনে আমি সত্যি মুগ্ধ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু্

৫| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৭

মুক্তা নীল বলেছেন:
দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সরকারি বই গুলোতে যে ধরনের ছড়া
পড়ছি, তার তুলনায় আপনার ছড়াও অনেক সুন্দর ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: কি যে বলেন আপু। আমি সত্যি লজ্জা পেলাম।
যাহোক মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা।

৬| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৮

নৃ মাসুদ রানা বলেছেন: সুতরাং, সুন্দর ছড়া

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৪

নজসু বলেছেন:

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১১

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া্

৮| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৫

শের শায়রী বলেছেন: এখনো এই সব ছড়া কেন যেন আমার ভালো লাগে প্রিয় কবি। সুকুমারের ছড়া তো প্রায়ই পড়ি।

শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো?
আকাশের গায়ে নাকি টকটক গন্ধ ?
টকটক থাকে নাকো হ'লে পরে বৃষ্টি-
তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন: কেমন আছেন প্রিয় ভাইয়া?
আশাকরি ভালো আছেন। আমার এই সব হাবিজাবি লেখা আপনার ভালো লাগে জেনে যার পর নাই খুশি হলাম।
সত্যি সত্যি।
ভালো থাকুন প্রিয় ব্লগার।
সতর্ক থাকুন আপন জন নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.