নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পরকালের জীবন তোর আসল ঠিকানা

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪


রঙের ঘুড়ি ছিড়বে যেদিন,
করবি তখন কি?
আসলে পরে মৃত্যু সমন
উপায় রবে কি?

সময় থাকতে খুঁজে নে মন,
আপন পথের দিশা।
সময় গেলে হবেনা সাধন,
সামনে অমানিশা।

আল্লাহর নাম স্মরণ কর,
ওরে অবুঝ মন।
যখন তখন সাঙ্গ হবে,
তোর বিলাসী জীবন।

যতই তুই রঙ মাখিস,
যতই করিস পালিশ।
ঘুমাতে হবে ওই কবরে,
খাটবে না কোন নালিশ।

মৃত্যুর কথা বললে পরে
বড্ড গোস্সা তোর।
জানিস শুধু জেনে রাখিস,
শেষ ঠিকানা কবর।

সত্য কথনে গুসসা হবে,
দিবিরে তুই গালি।
নিজের পাপে নিজেরে তুই
করবি ফালি ফালি।

কার কি হবে যার পাপেতে
তারেই শুধু খাবে।
আল্লাহ আল্লাহ বলরে পাপী
আল্লাহ ই মুক্তি দেবে।

বারেবারে বলিসরে তুই
কি করেছি পাপ?
ফেরেশতারা শুনে হাসে,
দেয় অভিশাপ।

মানুষ মাত্রই পাপ তো আছে
জানা অজানা।
পরকালের জীবন তোর
আসল ঠিকানা।


মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্মরণ '

মৃত্যুর স্পর্শেই আসল জীবন শুরু হবে।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
বানান ঠিক করে দিয়েছি।একটানে লিখেছি ,এতো চেক করলাম তবু একটা বানান ভুল হয়ে গেলো।
ভালো থাকুন,সুস্থ থাকুন ভাইয়া।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
দোয়া রইলো।

২| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বানান নিয়ে মাথা ঘামালে মাথায় ব্যথা হয়। আমিতো অনিমিখে তাকিয়ে বানান ভুল লেখি। গতকাল তিনবারে এক বানান ঠিক করেছিলাম।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫১

ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা সহ শুভকামনা জানবেন ভাইয়া ।

৩| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সর্তক থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন।

ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে এই বিপদ থেকে রক্ষা করো, আমিন।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

ইসিয়াক বলেছেন: আল্লাহ সমগ্র মানবজাতির সহায় হোন।

আমিন।

৪| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৬

محمد فسيح الاسلام বলেছেন:
মৃত্যু মৃত্যু করিস না আর,
মৃত থেকেই জীবন-
এপার থেকে পেলে ছাড়া
ওপারেতে বাঁধন।

এপার-ওপার করতে করতেই
সারা জনম সার-
মাঝের নদী পার হতে যে
ভীষন জাহাজ দরকার।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
সতর্ক থাকুন সবসময়।

৫| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

একনিষ্ঠ অনুগত বলেছেন: যথার্থ বলেছেন কবি।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১০

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

ভালো থাকুন। সুস্থ থাকুন।
সতর্ক থাকুন সবসময়।

৬| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২

রুমী ইয়াসমীন বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে ভাইয়া। মৃত্যু, কবর ও পরকাল নিয়ে গভীর উপলব্ধিময় লিখা।

মহান আল্লাহ আমাদের সবাইকে ইমাম আমানের সহিত মৃত্যুবরন করার তৌফিক দান করুন। আমীন

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৬

ইসিয়াক বলেছেন: আমীন

ভালো থাকুন,সুস্থ থাকুন আপু।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
দোয়া রইলো।

৭| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩২

মাহমুদুর রহমান বলেছেন: প্রতিটি মানুষকেই ভাবতে হবে যা করি আর না করি গন্তব্য কিন্তু সাড়ে তিন হাত মাটি।

২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২১ শে মার্চ, ২০২০ রাত ১১:২৭

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন  ও শ্রুতিমধুর  লেখা । 

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

৯| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৭

নীল আকাশ বলেছেন: এই কবিতায় তথাকথিত সেক্যুলার ব্লগারদের আগমন না দেখে আমি একেবারেই হতাশ।
করোনায় তো দেখি এদের মনের ভিতরে মৃত্যুভয় ঢুকিয়ে দিয়েছে।
একজন তো আবার আমার এক পোস্টে কবরের ছবি দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল!

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন: হা হা হা ....।মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় নীল আকাশ ভাইয়া।

১০| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর একটু সময় পেলাম। মনে বিষণ্ণতা ছিল। তবে কবিতা পাঠ করে আরো বিষণ্ন হলাম। কবিতায় ষষ্ঠ বিষন্ন ভালোলাগা জানিয়ে গেলাম।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১১| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৬

শের শায়রী বলেছেন: কেন যেন মানুষ মৃত্যুকে ভয় পায়। এত তো ভয় পাবার কিছু নেই, আপনি আমি এই পৃথিবীতে আসার আগে কয়েক বিলিয়ন মানুষ এসে আবার মৃত্যুর স্বাধ গ্রহন করছে। সেখানে এত ভয়ের কি আছে। আমি শুধু চাই মৃত্যুর আগে যেন কাউকে কোন কষ্ট না দিয়ে পরোয়ার দিগারের কাছে যেতে পারি। এই তো। কবিতায় ভালো লাগা প্রিয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.