নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আমার খুব ইচ্ছে করে, একদিন পাগলবেশে
পথের ধারে দাড়িয়ে রব।
আলু থালু চুল,
এক মুখ অবিন্যস্ত গোঁফ দাড়ি।
অপরিষ্কার ছেড়া পোষাকে।
কথা কব বাতাসের সাথে, হাসবো একা একা,
থাকবো র্নিভাবনায় ,
কেউ যদি করুণার চোখে চায় তো চাক......।
সত্যি সত্যি!
তখন কেউ আমায় দেখি স্বীকার করে কিনা।
শুনেছি পাগলের পাশে কেউ দাড়ায় না।
না দাড়াক,
তবু আমি নিজে নিজেই একলা হবো।
আমার আর এই জটিল জীবন ভালো লাগছে না।
©somewhere in net ltd.