নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পাগল হবো

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭


আমার খুব ইচ্ছে করে, একদিন পাগলবেশে
পথের ধারে দাড়িয়ে রব।
আলু থালু চুল,
এক মুখ অবিন্যস্ত গোঁফ দাড়ি।
অপরিষ্কার ছেড়া পোষাকে।
কথা কব বাতাসের সাথে, হাসবো একা একা,
থাকবো র্নিভাবনায় ,
কেউ যদি করুণার চোখে চায় তো চাক......।
সত্যি সত্যি!
তখন কেউ আমায় দেখি স্বীকার করে কিনা।
শুনেছি পাগলের পাশে কেউ দাড়ায় না।
না দাড়াক,
তবু আমি নিজে নিজেই একলা হবো।
আমার আর এই জটিল জীবন ভালো লাগছে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.