নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মান অভিমানঃকোয়ারেন্টাইনের দিনগুলিতে

২৩ শে মার্চ, ২০২০ সকাল ৭:১৮


বসন্ত এসে গেছে,
প্রকৃতি ভরে গেছে ফুলে।
তুমি আমি দুরে সরে গেছি,
দুজনের কিছুটা ভুলে।

আমি না হয় না বুঝে,
দিয়েছি তোমায় আঘাত।
তুমি কেন প্রতিশোধ নিতে,
দিলে পাল্ট আঘাত।

হয়তো কোনদিন দেখা হবে না
হবে না কোন কথা।
কোয়ারেন্টাইনের বিষণ্ণ দিনগুলিতে
জানাই এ বারতা।

প্রিয় তুমি ভালো থেকো,
থেকো অতি সাবধানে।
চিরদিন তুমি রবে মোর,
মনের মধ্যিখানে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৩

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ  লেখা

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.