নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
জীবনে মরনে আল্লাহ,
তোমার দয়া চাই।
তুমি ছাড়া অসহায়,
কোন গতি নাই।
অধমের অধম আমি,
তুমি দয়াময়।
তোমাতে আশ্রয় খুঁজি,
বিপদে তাই।
দয়ার সাগর তুমি,
রহমানের রহিম।
দোজাহানের মালিক তুমি,
ক্ষমতা অসীম।
দিনে দিনে করেছি যত,
ছোট বড় পাপ।
দাওনি শাস্তি তুমি,
সব করেছো মাফ।
সেই সুযোগে আরো বেশি
ডুবে গেছি পাপে।
বেহায়াপনায় আসমান জমিন,
থরথরিয়ে কাঁপে।
ক্ষমা করো ক্ষমা চাই
রক্ষা করো প্রভু।
ভুল যা করেছি আগে,
আর হবে না কভু।
তোমার সৃষ্টির সেরা মানুষ,
আজ বড় অসহায়।
তুমি ছাড়া এ ভুবনে আর
রক্ষাকর্তা নাই।
অদৃশ্য করোনা, তোমার সৃষ্টিরে
বিলুপ্ত করতে চায়।
জগত জুড়ে মানবতা আজ
তোমার প্রার্থনায়।
কবুল করো,দয়া করো,
রক্ষা করো প্রভু।
ভুল যা করেছি আগে
আর হবে না কভু্।
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩
ইসিয়াক বলেছেন: কবুল করো দয়া করো রক্ষা করো প্রভু ।
আমিন ।
২| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: "হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" (সূরা বাকারা আয়াত নং ১৫৩).
হয়তো এবার আমাদের হুশ হবে।
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৭
ইসিয়াক বলেছেন: আল্লাহ সকলের সহায় হউন।
৩| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪
নেওয়াজ আলি বলেছেন: বিজয় মানুষের হবেই। হতেই হবে। যদি সাবধান থাকি। যদি সঠিকভাবে আল্লাহকে স্বরণ করি।
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন: আল্লাহকে স্বরণ করি।
নিশ্চয় আবার মানুষ ফিরে পাবে তার প্রিয় পৃথিবীকে।
৪| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯
মাহফুজা বেগম বলেছেন: ভালো লেখা।
২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭
ইসিয়াক বলেছেন: মাহফুজা বেগম আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৫| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৯
তারেক ফাহিম বলেছেন: আল্লাহ সহায় হউন।
২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৮
ইসিয়াক বলেছেন: আমিন
৬| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: আমাদের সমস্ত বিপদের সময় প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। এ ছাড়া অন্য কোনো উপায় নেই।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৩
ইসিয়াক বলেছেন: আমি যদি মরে যাই আমার উপর কোন রাগ রাখবেন না দয়া করে।
অনুরোধ রইলো
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কবুল করো দয়া করো রক্ষা করো প্রভু ।