নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

২৬শে মার্চ স্বাধীনতা দিবস এলো

২৬ শে মার্চ, ২০২০ সকাল ৭:০৩


একটা ছেলে জন্মেছিলো টুঙ্গিপাড়া গ্রামে,
সেই ছেলেটি পরিচিত শেখ মুজিবুর রহমান নামে।

একটা ছেলে চেয়েছিলো বাংলার ভালো হোক,
সেই ছেলেটা সাধাসিধা নিপাট ভদ্রলোক।

একটা ছেলে দেশের তরে নিবেদিত প্রাণ,
সেই ছেলেটির মোহনবাঁশিতে ছড়ালো মুক্তির গান।

একটা ছেলের বক্তব্য শুনে শোষকেরা বসলো নড়েচড়ে,
সেই ছেলেকে ঠেকাতে তারা নানা ফন্দি করে।

একটা ছেলের নিজের দেশের ছিলো বড় সাধ
সেই সাধকে হায়েনারা বলল কঠিন অপরাধ।

একটা ছেলের ডাকেতে জনতা উঠলো জেগে,
সেই ছেলের আহ্বানে পাকসেনারা গেলো রেগে।

একটা ছেলে ২৫শে মার্চ রাতে কারাবন্দী হলো,
বন্দী হবার আগে সে স্বাধীনতার ডাক দিলো।

সেই রাতে পাকসেনারা দেশকে বানালো দোজখ,
চরম অত্যাচার খুনোখুনি,ভাঙলো মায়ের বুক।

সেই ছেলেটির অর্ন্তধানে বীর বাঙালী হলো ক্ষিপ্ত,
সম্মিলিত প্রাণপণ প্রচেষ্টায় দেশকে করলো রাহু মুক্ত।

নয়মাস পরে পূরণ হলো সেই ছেলেটির সাধ,
স্বাধীনতা মানে মুক্তি,সেটা নয়তো অপরাধ,

সেই ছেলেটি ও জনতার মিলিত সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হলো,
তারই ধারাবাহিকতায় ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এলো।
************************************************************

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা।

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৫

ইসিয়াক বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো ভাইয়া।

২| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৬

ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো সেলিম ভাই্।
ধন্যবাদ

৩| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: মহান স্বাধীনতা দিবসে রইলো শ্রদ্ধার্ঘ্য।

২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ রইলো প্রিয় দাদা।

৪| ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

অধীতি বলেছেন: বাহ,অসাধারণ হয়েছে

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইনে দেশের প্রতি আপনার ভালোবাসা ফুটে উঠেছে।

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৩

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.