নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
আয়না খোকার বাড়ি।
তুই না এলে খোকন সোনা,
নেবে ঠিক আড়ি।
তোকে দেখে খোকন হাসে,
আদরে ডাকে মামা।
তুই কেন পরিসনি বলতো
একটা কোন জামা।
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
কতো ই না রূপ তোর।
তোর রূপের আলোক ছটায়
খোকন যে বিভোর।
বুঝিস কিছু?মনে তো হয়না?
কি যে তুই পাগল ।
তুই না এলে এবার খোকন
বাঁধাবে একটা গোল।
২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো একনিষ্ঠ অনুগত ভাইয়া।
লাইকে অনুপ্রাণিত হলাম। শুভকামনা।
২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৩
একনিষ্ঠ অনুগত বলেছেন: আমি লাইক করেছি বুঝলেন কি করে, আমার ব্লগে তো লাইকের নোটিফিকেশন আসে না.।
২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন:
১ লেখাতে ক্লিক করলে কে লাইক দিয়েছে বোঝা যাবে।
৩| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০২
নেওয়াজ আলি বলেছেন: উপভোগ্য পড়া।
২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিতে তো বড় চাঁদ দেখছি বাঁকা চাঁদ কোথায়?
বাঁকা চাঁদ মানে তো কৃষ্ণ। জানিনা খোকন সোনা কি অর্থে বাঁকা চাঁদ চাইছে।
ছড়া ঠিক আছে।
শুভেচ্ছা ইসিয়াক ভাইকে।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৬
ইসিয়াক বলেছেন: বড় চাঁদ কিন্তু গোল মানে বাঁকা.......হা হা হা
আসলে বাঁকা চাঁদ খুজছিলাম।কিন্তু সেরকম ছবি পেলাম না। শেষে ভাবলাম যা হয় হোক কিন্তু থানার মেড়ে ঠিকই ধরা পড়ে গেলাম।
আচ্ছা হঠাৎ করে আমার প্রতি মন্তব্য করতে এতো আলসেমি লাগছে কেন বলতে পারেন? আগে তো আমি এমন ছিলাম না?
৫| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর কবিতা
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো্ ভাইয়া
৬| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই
৭| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৩:৪১
শের শায়রী বলেছেন: ভালো লাগা প্রিয় কবি।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগা প্রিয়ভাইজান/প্রিয় ব্লগার
ভালো থাকুন। সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
বাচ্চারা নিশ্চয় ভালো আছে?
দোয়া রইলো বাবুদের জন্য।
৮| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: পরী পোড়েছে। বলল খুব সুন্দর হয়েছে।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৯
ইসিয়াক বলেছেন: আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ পাওয়া।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
আমার পক্ষ থেকে পরি মা মণির জন্য অনেক অনেক স্নেহ ও আদর।
পরি মামণি সহ আপনারা সাবধানে থাকবেন।
আমার অন্য ছোটদের ছড়া গুলো কি পরি মামণি পড়েছে?
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭
একনিষ্ঠ অনুগত বলেছেন: বাহ, খুব সুন্দর।