নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বসন্তের দিন আজ কেউ বলবে?
আজ দিনটা যেন কেমন কেমন !
বড্ড আনরোমান্টিক!
কি বলবো? বিশ্রি!
কেন?
কে জানে?
না না ভূল হলো ,জানি জানি।
তুমি আসোনি বলে।
পাশে বসোনি বলে।
কেন এলেনা?
কি হলো?
অন্য কিছু হলো কিনা?
কত প্রশ্ন মনে জাগে।
জ্বালাতন!
কিছু ভাবতে একটুও ইচ্ছে করছেনা।
ফুলগুলো তো ঠিকঠাক ফুটেছে বাগানে।
পাখিরা গাইছে গান পছন্দের সুরে ।
মৌমাছিরাও চলে এসেছে সদলবলে।
আকাশে কোথাও কোন মেঘ নেই।
প্রজাপ্রতিরাও রঙবাহারি নতুন নতুন পোষাকে উড়ছে,
আর সঙ্গী বদল করছে নিয়মিত।
অভ্যাস মতো।
কিন্তু আমি চাইলেই ইচ্ছামতো সঙ্গী বদল করতে পারি না।
কি বলো নাকি প্রজাপ্রতি হবো?
চারদিকটা কি দারুণ রঙিন রঙিন্!
শুধু আমার মনের ক্যানভাসেই রঙ নেই।
রঙ লাগেনি আর কি!
শুধু তুমি আসোনি বলে।
আচ্ছা মাঝে মাঝে তুমি এতো জ্বালাও কেন বলো তো।
তুমি ছাড়া পৃথিবীটা এতো বিস্বাদ লাগে কেন,
বলতে পারো?
সব কাজ ফেলে চলে এসো তো তাড়াতাড়ি।
না হলে কিন্তু আমিও প্রজাপ্রতি হয়ে উড়ে যাবো.....।
২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন: শুভকামনা
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।