নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
লোকটি দুঃখী,হত দরিদ্র,
ঠিকমতো নাই চালচুলো।
অভাবে অনটনে কোনরকমে কাটে
গ্রীষ্ম, বর্ষা,শীতগুলো।
দরিদ্র লোকটি বোঝে না সবটুকু,
বোঝে সংসারের জ্বালা।
পেটের দায়ে পথে নামে,
নিয়ে তোমাদের অবহেলা।
তোমরা তো সুধীজন,বিবেকবান,
বোঝো কি দুঃখীর ব্যাথা।
দুঃখীরে তোমরা অপমানিত করো,
করো রস রসিকতা।
ভেবেছো কি এমন যদি হতো,
দুঃখীর স্থানে তোমার পিতা।
তখনও কি তুমি করতে এমন,
নিদারুণ রসিকতা।
দুঃখী তো বোঝে না ভাইরাস কি,
করোনা কোন সে জাতের বিষ।
না হয় তারে তুমি বুঝিয়ে দিতে,
এমন গ্লানি কেন তারে দিস!
দরিদ্ররাও মানুষ,মানুষের মর্যাদা,
দাবী রাখে তোমাদের কাছে।
দেখো আবার এমন কিছু করোনা
নিজেই অপমানিত হও পাছে।
২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫১
ইসিয়াক বলেছেন: যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কর্মকর্তাকে মনিরামপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কর্মকর্তা সিনিয়র সিটিজেনের সঙ্গে অমানবিক, বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ করেছেন। আমরা তাকে প্রত্যাহার করতে ডিসিকে নির্দেশ দিয়েছি।”
জনপ্রশাসন সচিবের নির্দেশনার পর পরই এসিল্যান্ড সাইয়েমাকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে অফিস-আদালত বন্ধ রেখে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে সরকার। আর এটা বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে মাঠ প্রশাসন কাজ করছে।
শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাইয়েমা হাসান। বিকালে চিনাটোলা বাজারে মাস্ক না পরায় তরকারি বিক্রেতা ও ভ্যানচালক তিন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে দাঁড় করিয়ে নিজের মোবাইল ফোনে সেই ছবি ধারণ করেন এই কর্মকর্তা।
রাতে ওই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। সরকারি কর্মকর্তাদের ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বয়স্কদের সঙ্গে সাইয়েমার এই আচরণের বিচার দাবি করেন কেউ কউ।
জনপ্রশাসন সচিব হারুন বলেন, “মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই সিনিয়র সিটিজেনদের বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করে স্যরি বলে আসতে বলেছি।”
আর এসি ল্যান্ড সাইয়েমাকে সেই তিন বয়স্ক ব্যক্তির বাড়ি যেতে নিষেধ করা হয়েছে জানিয়ে সচিব বলেন, “ওই কর্মকর্তা ভুল করেছেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব যেন অন্যরা শিখতে পারে।
“সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে কেউ যেন অকর্মকর্তাসুলভ আচরণ না করেন। কেউ এ ধরনের আচরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আমরা ডিসিদের দিয়েছি। বলেছি, মনে রাখতে হবে তারা মাস্টার নয়, সেবক; তারা যেন জনগণের সেবা করেন।”
২| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।
২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫২
ইসিয়াক বলেছেন: মানুষ মানুষের জন্য,মানুষ আরো মানবিক হোক।
শুভকামনা রইলো সেলিম ভাই।
৩| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৯
সুপারডুপার বলেছেন:
সরকারী অফিস গুলোতে বিসিএস ক্যাডারদের সাধারণ মানুষের সাথে জঘন্য ব্যবহার দেখে সহজেই বোঝা যায়, তাদের মন মানসিকতা এই রকম অনেক আগেই নিচে নেমে এসেছে। তিতা হলেও সত্য যে, এই সব স্টুপিড কাজ কর্ম তাদের বাপ্-মা দেখেও খুশি হয় ও গর্ব বোধ করে। তাই তখন তারা আরো উৎসাহিত হয়ে দুর্বার গতিতে এইসব নোংরা কাজ করেই যায়।
এই জন্য দেশের বেশির ভাগ মেধাবী শিক্ষার্থীরা দেশের বি সি এস / ফি সি এস টার্গেট বাদ দিয়ে উন্নত দেশের ভালো ভার্সিটি থেকে মাস্টার্স, পি এইচ ডি করে ঐ দেশেই কর্ম করেন ও থেকে যান । কিছু নোংরা ও অসুস্থ মানসিকতার মেধাবী উৎসুক যে, সে বিসিএস ক্যাডার হয়ে এই রকম নোংরা কাজ করতে পারবে, বর্বরতা দেখতে পারবে , ঘুষ খেতে পারবে। আর তখন বিসিএস -ই হয় তাদের একমাত্র টার্গেট ।
৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৭
ইসিয়াক বলেছেন: সুপারডুপার ভাইয়া আপনার প্রতিটি কথার সাথে আমি পুরোপুরি একমত।
আমার মনে হয় এরা মানসিকভাবে অসুস্থ।
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা।
৪| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩২
নেওয়াজ আলি বলেছেন:
৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: দারুন লিখেছেন।
একদম বুকে এসে লাগলো প্রতিটা শব্দ।
৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৪
জুন বলেছেন: বাংলাদেশ সরকার
সহকারী কমিশনার সাইয়েমাকে এসি ল্যান্ডের দায়িত্ব থেকে অব্যাহতি
তথ্য প্রথম আলো