নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

খুকুর কষ্ট

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১০


কুট কুট কুট পিঁপড়া কাটে,
পিঁপড়ার নাই ভয়।
কাটুস কুটুস কাটুস কুটুস,
সদা ব্যস্ত রয়।

গুণ গুণা গুন অলি ওড়ে,
গায় যে সুখের গান।
উত্তর পাড়ার বৌ,ঝিরা ধরে
ঢেঁকি পাড়ানি গান।

ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই নাচে,
এদিক ওদিক চায়।
ছোট্ট খুকু চড়ুইছানার,
পেছন পানে ধায়।

চলতে পথে ছোট্টখুকু
হোঁচট খেয়ে পড়ে।
পতন রোধে ভুল করে খুকু
খেজুর পাতা ধরে।

উফ মাগো মরে গেলাম
কি বিঁধলো হায়।
বিষম এক লম্বা কাটা,
খুকুর ফোটে পায়।

কিসের কাটা কিসের কাটা,
এযে খেজুর কাটা।
বিষম তার জ্বলুনি,
পা হলো আকাটা।

বদ্যি এলো ওঝা এলো,
নামলো না তো বিষ।
বিষম ব্যথায় খুকু কাঁদে,
কষ্ট অহর্নিশ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১১

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো মাহমুদুর রহমান ভাই

২| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

সিগনেচার নসিব বলেছেন: নিমিষেই পড়ে ফেললাম। সুন্দর

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: সিগনেচার নসিব আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: !

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
********************
মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে

শুক্লাতিথীর ওই ছায়াপথে
চলছে নতুন রাত মায়া রথে
তুমি অবাক চোখে চেয়ে অপলকে
ভাবছ ভাল কি বেসে গেছে।।

যেন মনে লাগে দোলা সেই
দোলা লাগে বিনা কারণেই
শুধু মনে কর আমি নেই
যেন মনে লাগে দোলা সেই।

হঠাৎ খুশীর ওই রঙিন পাখি
হাওয়ায় লেখে তার ডাকাডাকি
তুমি সেই লগনে ভরো আপন মনে
এমন হাসি কে হেসে গেছে।

৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সমস্ত খুকুরা ভালো থাকুক।

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪০

ইসিয়াক বলেছেন: পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.