নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ আইসোলেশনের দিনগুলোতে তোমায় মনে পড়ে

৩০ শে মার্চ, ২০২০ ভোর ৬:২০


জীবনের চলতি পথে,
অনেকগুলো কান্না একসাথে
জড়ো হয়ে বেদনা ও অভিমানের সৃষ্টি হলো।

তিমির রাত্রি ঘন ঘোর আঁধার,
শ্বাসরোধ হয়ে আসা সময়।

তবুও কি তুমি ফিরবে না মধুরিমা?
আসবেনা খোঁজ নিতে একবার,
দেখবে না চোখের দেখা?

মেয়েদের এতো বেশি নির্দয় হতে নেই প্রিয়তমা।

জানি পৃথিবী ভর্তি অক্সিজেন।
শুধু আমার জন্য বিধাতার বরাদ্দকৃত
অক্সিজেনটুকু ফুরিয়ে আসছে দ্রুত।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে,
যদি একবার মুখখানি দেখতে পেতাম তোমার!

আইসোলেশনের বড্ড যন্ত্রণাময় দিনগুলোতে
তোমাকেই খুঁজে ফেরে মন বারে বার।
চলে যাবার আগে হয়তো দেখা হবে না আর,
হবে না কোন কথা,
শুধু জানিয়ে গেলাম আমার এ অসহায় হাহাকার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫৩

নেওয়াজ আলি বলেছেন:   চমৎকার 

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া।

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২০

ফয়সাল রকি বলেছেন: আইসোলেশন থেকে বেরিয়ে কি মধুরিমাকে মনে পড়বে না?

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৪

ইসিয়াক বলেছেন: আমার তো সবসময়ই মধুরিমাকে মনে পড়ে :P
মধুরিমা সিরিজের সব কবিতা কি আপনি পড়েছেন ভাইয়া? ব্লগেই আছে।
শুভকামনা

৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৪

ইসিয়াক বলেছেন: শুধুই চমৎকার B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.