নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সংশয়

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৪


আমের বনে দোলা দিলো,
কৃষ্ণচূড়ায় ফাগুন।
তোমার প্রেমের মাতাল হাওয়ায়,
মনে লাগে আগুন।

গুন করেছো কি দিয়ে গো,
কোন সে জাদুটোনা।
তোমায় ছাড়া দিন কাটে না,
হৃদয় আনমোনা।

শীতল দিনে খোলস ছেড়ে,
উষ্ণতার লোভে।
তোমায় ছোঁয়ার নেশায় বিভোর,
ভাবনা ভেবে ভেবে।

মন মঞ্জরিত, উথাল পাতাল
হাওয়া বয়ে যায়।
নতুন প্রেমের নতুন প্রকাশ
বিকাশ হতে চায়।

কি যে জ্বালা! এলো এ কোন
অমানিশার ঘোর।
দিনগুলি যায় তবু ও তো ,
কাটে না প্রহর।

কোয়রেন্টাইনের দিনগুলিতে,
বড্ড ভাবনা হয়।
আঁধার শেষে আলোর দিনে
পাবে তো তোমায়?

পারবো কি আবার হাত ধরতে
পাশাপাশি চলতে ?
নাকি করোনার ভয়ে দুর থেকে
হবে কথা বলতে?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো নেওয়াজ আলি ভাইয়া।
ভালো থাকুন।

২| ৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ২য় +।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

ইসিয়াক বলেছেন: সেলিম ভাই আপনি ব্লগের সেরা কবিদের মধ্যে অন্যতম। আপনার মন্তব্য ও লাইক পেয়ে আমি বরাবরের মতো ধন্য হলাম।
সবসময় আপনি আমার পোষ্টে লাইক কমেন্ট করে অনুপ্রাণিত করেন এজন্য রইলো অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।

৩| ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৯

Subdeb ghosh বলেছেন: চমৎকার!

৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন: Subdeb ghosh আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

৪| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে আপনার সংশয়ের কাব্যানুভূতি।
অফটপিক-
ইতিপূর্বে একটি পোস্টে আপনি আমার অনিয়মিত আগমনের কারণ জিজ্ঞাসা করেছেন। যে কারণে কনফেস করার প্রয়োজন বোধ করছি।
আমি আপনার বেশ কিছু পোস্টে মন্তব্য করেছিলাম। আপনি আমার মন্তব্যগুলোর উত্তর না দিয়ে পরবর্তীতে একাধিক পোস্ট দিয়েছেন। আমি নিজে কখনো প্রতিমন্তব্য ডিউ রেখে নতুন পোস্ট দেইনা। যদিও ব্যস্ততা থাকলে প্রতিমন্তব্য দিতে দেরি হতেই পারে। ঠিক একইভাবে আমার কমেন্টের উত্তর না দিয়ে যদি কেউ পরবর্তীতে নুতন পোস্ট দেয়, নিজেকে খুব অপমান বোধলাগে। যেকারণে তখন থেকে সংশ্লিষ্ট ব্লগারের কোন পোস্টে কমেন্ট করার আগ্রহ হারিয়ে ফেলি।‌ আজ আপনি আমার ইতিপূর্বে করা কিছু কমেন্টের উত্তর দিয়েছেন যে কারণে এলাম।
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছান্তে।



৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:২৯

ইসিয়াক বলেছেন: স্যরি স্যরি স্যরি........।
খুব বেশি ব্যস্ত ছিলাম। আজ আমি খানিকটা ফ্রি হলাম। তাই যত প্রতি মন্তব্য বাকী ছিলো সব সেরে নিলাম। কিছু মনে করবেন না প্লিজ। আর ব্লগে পোষ্ট না দিলে আমার মাথায় ই কাজ করে :P । এটা একটা সমস্যাও বটে প্লিজ ভুল বুঝবেন না।
শুভকামনা।

৫| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৬

শের শায়রী বলেছেন: প্রিয় কবি দুন্নিয়ার যা খুশী তা হউক মধুরিমার জানি কিছু না হয়, হইলে কিন্তু খবর আছে X(( ..........

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৫

ইসিয়াক বলেছেন: আমি ও তাই কই যা হবার সব আমার উপরেই হউক, শুধু মধুরিমা বাঁইচ্যা থাউক অনন্ত কাল :P
জয় মধুরিমা!!!!!!!

৬| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাবে নিজের মনের কথা গুলো বলে গেলেন।

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৫

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.